দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা

Share This

দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৬/০২/২০২১ : আজ গোটা দেশ বসন্ত পঞ্চমীর উৎসবে মেতে উঠেছে, সেই সাথে পশ্চিমবঙ্গ সহ দেশের মানুষ সরস্বতী পুজোর উৎসবেও সামিল হয়েছেন।

আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশের মানুষ গঙ্গাস্নান  সেরেছেন সকাল সকাল। উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গাস্নান উপলক্ষে আজ বেশ ভীড় লক্ষ্য করা গিয়েছে। এখন কুম্ভ মেলাও  চলছে, তাই প্রয়াগরাজেও পুণ্যার্থীদের গঙ্গাস্নানে ভীড় করতে দেখা গিয়েছে। গঙ্গাস্নানে ভীড় দেখা গিয়েছে বারাণসী এবং কলকাতাতেও।  বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তেও পূজা অর্চনা করার কাজে ব্যস্ত হয়েছেন দেশবাসী। 

আজ সরস্বতী পূজা। জ্ঞান ও সুরের দেবীর আরাধনায় মগ্ন হয়েছেন দেশের মানুষ। কলকাতাতেও সরস্বতী পূজা হচ্ছে ধুমধাম করে। ছাত্র ছাত্রীরাই শুধু নয়, আজ সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষকরাও নতুন নতুন জামাকাপড় পরে অংশগ্রহণ করছেন সরস্বতী পূজায়। আর এক্কেবারে কচিকাঁচাদের আজ থেকেই হল হাতেখড়ি, এবার থেকে মা সরস্বতীকে প্রণাম করে পড়াশুনা করতে শুরু করবে ক্ষুদে পড়ুয়ারা। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় বাড়িতে এবং স্কুলগুলিতে আজ মহা সমারোহের সাথে পালিত হচ্ছে সরস্বতী পূজা। বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা উপলক্ষে আজ রাজ্যের মানুষকে শুভেচ্ছা  জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages