ভিন্নভাবে সক্ষমদের ফ্যামিলি পেনশনে ছাড় ঘোষণা কেন্দ্রের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভিন্নভাবে সক্ষমদের ফ্যামিলি পেনশনে ছাড় ঘোষণা কেন্দ্রের

Share This

ভিন্নভাবে সক্ষমদের ফ্যামিলি পেনশনে ছাড় ঘোষণা কেন্দ্রের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৯/০২/২০২১ :  যে সব ভিন্নভাবে সক্ষম ফ্যামিলি পেনশন পান, তাদের জন্য নিয়মে কেন্দ্র সরকার এবার নতুন করে ছাড় ঘোষণা করেছে। 

সিসিএস পেনশন নিয়মাবলী, ১৯৭২ অনুযায়ী যারা ফ্যামিলি পেনশন পান, সেই সব মৃত সরকারী কর্মী / পেনশনভোগীদের ভিন্ন ভাবে সক্ষম সন্তান অথবা ভাই – বোনের পেনশন পাওয়ার ক্ষেত্রে আয় সংক্রান্ত নিয়মাবলীতে সরকার কিছু ছাড় দেবার কথা ঘোষণা করেছে। সংশ্লিষ্ট পেনশন প্রাপকদের  আর্থিক ও স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তার বেশি সুযোগ দিতে হয়। সরকার, সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে যে সব কর্মীর সন্তান বা ভাই – বোন ভিন্নভাবে সক্ষম, তাদের জন্য ফ্যামিলি পেনশনের আয় সংক্রান্ত নীতিগুলি বিবেচনা নাও করা হতে পারে।  

এই সমস্ত ভিন্নভাবে সক্ষম পেনশনভোগীদের যে পরিমাণ অর্থ দিতে হয়, সেই ভাতার নিয়মাবলীতে কিছু পরিবর্তন করা হয়েছে। ৮ই ফেব্রুয়ারির নির্দেশ অনুসারে কোনো সরকারী কর্মী অথবা পেনশনভোগীর মৃত্যুর পর তাদের ভিন্নভাবে সক্ষম শিশু অথবা ভাই – বোনের পেনশন পাওয়ার বিষয়ে কিছু বাড়তি সুবিধা দেওয়া হবে। পেনশন থেকে ঐ সব ব্যক্তি যে অর্থ পান, তার পরিমাণ ঐ পরিবারের সদস্যের মোট আয়ের থেকে বেশি হলেও তাকে এখন পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিশু বা ভাই – বোন যদি মানসিক অথবা শারীরিক ভিন্ন ভাবে সক্ষম হন, এবং তারা যদি নতুন নিয়মগুলির আওতাধীন হন, সেক্ষেত্রে তাদের পেনশন মঞ্জুর করা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages