আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১৭/০২/২০২১ : চুপিসারে নিজের শাখাপ্রশাখা বিস্তার করতে চাইছে আভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যাকে এক ধরনের বার্ড ফ্লু বলা হয়। করোনা ভাইরাস দেশের মধ্যে সব থেকে বেশি তাণ্ডব দেখিয়েছে মহারাষ্ট্রে, এবার সেই মহারাষ্ট্রেই মিলল ৬৫টি পোল্ট্রি পাখির মৃতদেহ।.
আভিয়ান ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে মহারাষ্ট্র প্রশাসন। গতকাল পর্যন্ত মহারাষ্ট্রের জালগাঁও জেলায় ৬৫টি পোল্ট্রি মুরগির মৃতদেহ পাওয়া গিয়েছে। ওই এলাকায় এখনো পর্যন্ত মোট ৭.১২,১৭২টি পোল্ট্রি পাখি, (এর মধ্যে নান্দুরবর জেলার নভপুরের ৫,৭৮,৩৬০ টি সমেত) ২৬,০৩,৭২৮টি পোল্ট্রি ডিম্ এবং ৭২,৯৭৪ কিলো পোল্ট্রি ফিড নষ্ট করে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রের ফিশারি মন্ত্রক ও পশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে এখনো পর্যন্ত মোট ১০টি রাজ্যের ৩০টি জায়গায় আভিয়ান ফ্লু ছড়িয়েছে বলে জানতে পারা গিয়েছে। সেই জায়গাগুলির মধ্যে রয়েছে কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, গুজরাট, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর। এই জায়গাগুলিতে মূলত পোল্ট্রি পাখিদের মধ্যেই অভিয়ান ফ্লু ছড়িয়েছে বলে জানা গিয়েছে।
তবে মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, দিল্লী, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং বিহারে পোল্ট্রি ছাড়াও অন্যান্য পাখিদের মধ্যেও আভিয়ান ফ্লু ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এই জায়গাগুলিতে কাক ছাড়াও বন্য পাখিদের মধ্যেও আভিযান ফ্লু ছড়িয়েছে বলে রিপোর্ট পাওয়া গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আভিযান ফ্লু-এর কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি।