শববাহী গাড়িতে চেপে গ্রামে ফিরল মইদুল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শববাহী গাড়িতে চেপে গ্রামে ফিরল মইদুল

Share This

শববাহী গাড়িতে চেপে গ্রামে ফিরল মইদুল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০২/২০২১ : শববাহী গাড়িতে চেপে গ্রামে ফিরল মইদুল। চোরকোলার গ্রামে দেহ পৌছঁতেই কান্নায় ভেঙে পড়লো পরিবার -পরিজনেরা । 

১১ ফেব্রুয়ারি বাম ছাত্র যুব সংগঠনের ভাকে নবান্ন অভিযান গিয়ে পুলিশের লাঠির ঘায়ে আহত হয় মইদুল । চিকৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে মৃত্যু হয় বাঁকুড়া জেলার কোতুলপুরের চোরকোলা গ্রামের বছর বত্রিশের যুবক মইদুল ইসলাম মিদ্যার ।  

তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছিল গোটা গ্রামে । সন্ধ্যায় ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় । এরপর সহযোদ্ধারা তাঁর দেহ নিয়ে যায় দীনেশ মজুমদার ভবনে । কখন আসবে মইদুল , অপেক্ষায় ছিল কোতুলপুরের অখ্যাত ওই গ্রাম । দীর্ঘ প্রতীক্ষার পর রাত সাড়ে বারোটায় মইদুলের নিথর দেহ এসে পৌঁছয় গ্রামের বাড়ি চোরকোলায়। স্বজন হারানোর কান্নায় ফেটে পড়লো পরিবার পরিজন । কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী । মঙ্গলবার  রীতিনীতি মেনে মইদুলের মরদেহ কবরস্থ করে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages