মুখ্যমন্ত্রী যা কিছু বলছেন, তাতে তাঁর হতাশা প্রকাশ পাচ্ছে : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মুখ্যমন্ত্রী যা কিছু বলছেন, তাতে তাঁর হতাশা প্রকাশ পাচ্ছে : দিলীপ ঘোষ

Share This

মুখ্যমন্ত্রী যা কিছু বলছেন, তাতে তাঁর হতাশা প্রকাশ পাচ্ছে : দিলীপ ঘোষ


আজ খবর (বাংলা),  পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ০৯/০২/২০২১ : আম্ফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের জন্যে দেওয়া কেন্দ্র সরকারের টাকা তৃণমূল সরকার লুঠ করেছে বলে আজ ফের একবার সোচ্চার হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে আম্ফান ঘূর্ণিঝড়ের পর নরেন্দ্র মোদী নিজে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখে যে ১০০০ কোটি টাকা দিয়েছিলেন, সেই অর্থ রাজ্যের দুর্গত বা সত্যিকারের যাঁদের প্রয়োজন তাঁরা পান নি। সেই অর্থ লুঠ করে নিয়েছিলেন তৃণমূলের সমর্থকরা।"  রাজ্যের বিজেপি সভপতি দিলীপ ঘোষ আরও বলেন, "এই ব্যাপারে যখন অডিটর  জেনারেল অফ ইন্ডিয়া (CAG) তদন্ত করতে চাইল, তখন সেই তদন্ত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন হাইকোর্টের দ্বারস্থ হতে। রাজ্যবাসী আর কোনোমতেই এই সরকারের ওপর বিশ্বাস রাখতে পারছে না, তাই তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে পরিবর্তন করে ফেলতে চাইছেন।"

বিভিন্ন জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বার বার বলেছেন। 'গুজরাট থেকে এসে কাউকে এই রাজ্যকে শাসন করতে দেওয়া যাবে না'। সেই প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন, "এই রাজ্যেও গুজরাটের মত উন্নয়ন করা হবে। আমাদের রাজ্যেও সেভাবেই উন্নয়ন করা হবে যাতে আর কাজ খুঁজতে কাউকে গুজরাটে চলে যেতে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু বলছেন তাতে তাঁর হতাশাই প্রকাশ পাচ্ছে।"



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages