আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৮/০২/২০২১ : এখনো পর্যন্ত ফ্রান্স থেকে মোট ১১টি রাফায়েল যুদ্ধবিমান ভারতে এসেছে এবং বাকি সব বিমান আগামী বছর মার্চের মধ্যেই এসে যাবে বলে সংসদে জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আজ সংসদে বিজেপি সাংসদ মহেশ পোদ্দার প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞসা করেছিলেন "কতগুলি রাফায়েল এখনো পর্যন্ত ভারতে এসেছে ? আর কতগুলি বিমান ফ্রান্স থেকে আসবে ? সেগুলি কতদিনের মধ্যে আসবে এবং কতদিনে সেগুলি যুদ্ধের জন্য প্রস্তুত হবে ?" এই প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "ফ্রান্স থেকে এখনো পর্যন্ত ১১টি রাগায়েল যুদ্ধবিমান ভরতে এসে পৌঁছেছে। আগামী মাসের মধ্যেই আরও ৬টি যুদ্ধবিমান এসে যাবে। অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে ভারতের হাতে মোট ১৭টি রাফায়েল যুদ্ধ বিমান থাকার কথা। বাকি বিমানগুলি চলে আসবে ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই।"
এরপর তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন প্রশ্ন রেখেছিলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞসা করেন, "ভবিষ্যতে প্রতিরক্ষা দপ্তরের কোনো বিভাগ বেসরকারি হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে কি ?" তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে রাজনাথ সিং বলেন, "আমরা এই মুহূর্তে দেশীয়করণের ওপরেই বেশি জোর দিয়েছি। আমরা অন্তত ১০১টি আইটেম আমদানি বন্ধ করার জন্যে চিহ্নিত করেছি। এই জিনিষগুলি আমরা দেশের ,মাটিতেই তৈরি করব। এগুলি সবকয়টি হবে 'মেড ইন ইন্ডিয়া'।"
পাঠকের কাছে প্রশ্ন : বর্তমান পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অস্ত্রের ধার কি রাফায়েলের শক্তির চেয়েও বেশি ? মতামত দিন।