আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৯/০২/২০২১ : আজ সংসদে কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর একটি অদ্ভুত অভিযোগের তথ্য ও প্রমাণ সহ জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংসদে আজ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করে বসেন যে, 'বিশ্বভারতী সফর করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে পড়েছিলেন'। এই অভিযোগের জবাব দিতে উঠে অমিত শাহ প্রথমেই বলেন, "আমি অধীরবাবুকে মাঝ পথেই থামাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই ওঁর বক্তব্যের মাঝে বাধা দিই নি।. তবে আমার অনুরোধ সংসদে অভিযোগ করলে তার একটা ভিত্তি থাকা উচিত। যেহেতু অধীরবাবুর অভিযোগের কোনো ভিত্তি নেই, তাই আমি চাই না এই ধরনের অভিযোগ সংসদে লিপিবদ্ধ থাকুক। দয়া করে এমন ভিত্তিহীন অভিযোগ করবেন না।"
এরপর অমিত শাহ বলেন, "এই অভিযোগ আমি আগেই পেয়েছি। আমি বিশ্বভারতীর উপাচার্য্যের কাছেও জানতে চেয়েছিলাম আমি ভুলবশতঃ সত্যিই কবিগুরুর চেয়ারে বসে পড়েছিলাম কিনা। আমার সফরকালীন বিশ্বভারতীর সব তোলা ছবিগুলিকে আমি পরীক্ষা করে দেখতে বলেছিলাম। উপাচার্য আমাকে জানিয়েছেন, আমি কবিগুরুর চেয়ারে বসি নি, যেখানে বসেছিলাম, সেটা একটি জানলার সামনে বিশেষ একটি চেয়ারে। যে চেয়ারে আমার আগে প্রতিভা পাতিল বসেছেন, প্রণব মুখোপাধ্যায় বসেছেন এমনকি সেই চেয়ারেই বসেছিলেন রাজীব গান্ধীও। আবার সেই চেয়ারেই বসেছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু। অমিত শাহ তাঁর বক্তব্যের পাশাপাশি প্রাক্তন নেতাদের ছবিও হাজির করেন সংসদে। এরপর অবশ্য অধীরবাবুকে আর তেমন কিছুই বলতে শোনা যায় নি। (দেখুন ভিডিও)
ভিডিও বিজেপি সূত্রে
এই ভিডিও আজ খবর তৈরি করে নি. . এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর।