দেশের দুই প্রান্তে দুই জায়গায় ভূমিকম্প অনুভূত হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশের দুই প্রান্তে দুই জায়গায় ভূমিকম্প অনুভূত হল

Share This

দেশের দুই প্রান্তে দুই জায়গায় ভূমিকম্প অনুভূত হল


আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, ০৮/০২/২০২১ : আজ দেশের দুই প্রান্তে দুই জায়গায় ভূমিকম্প অনুভূত হল। প্রথমটি অনুভূত হয়েছে পাঞ্জাবের ভাতিন্দায় আর দ্বিতীয়টি কিছুক্ষন আগেই অনুভূত হয়েছে আসামের নওগাঁয়।

আজ সকালেই পাঞ্জাবের ভাতিন্দা অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠেছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫ বলে জানিয়েছে ভারতীয় সিসমোলজি সেন্টার। তবে সেই ভূমিকম্পে পাঞ্জাবের ভাতিন্দা থেকে হতাহত বা কোনোরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি এখনো পর্যন্ত।. 

কিছুক্ষণ আগেই  দুপুর ১টা  বেজে ৪৯ মিনিটে আসামের নওগাঁ জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৭ বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের তেজপুরে, ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। আসামের ভূমিকম্পের জেরেও এখনো পর্যন্ত সেভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আসে নি। তবে এটা ঠিক যে, উত্তর পূর্ব রাজ্যগুলি, উত্তর সিকিম এবং পূর্ব নেপালের বিস্তীর্ণ জায়গায় ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। আবার দিল্লীকে  কেন্দ্র করে আগ্রা, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যেও বার বার ভূমিকম্প হতে দেখা যাচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages