বিজেপির রথ আসলে ভোগের রথ, বিরিয়ানি, ফুর্তি সব চলছে : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপির রথ আসলে ভোগের রথ, বিরিয়ানি, ফুর্তি সব চলছে : মমতা

Share This

বিজেপির রথ আসলে ভোগের রথ,  বিরিয়ানি, ফুর্তি সব চলছে : মমতা


আজ খবর (বাংলা), রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০২১ :  রায়গঞ্জের জনসভা থেকে আজ বিজেপির পরিবর্তন যাত্রা বা রথ যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ উত্তরবঙ্গের দুই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন, একটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং অপরটি মালদহের ইংরেজবাজারে। রায়গঞ্জের জনসভা থেকে মমতা বলেন, "আমি খুব অল্পে খুশী। ছোটবেলা থেকেই আমি মানুষের জন্যে কাজ করে বড় হয়েছি। আমি নিজেকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। যতটা প্রয়োজন ততটাই করুন, কারন জীবন বড়োই ক্ষণস্থায়ী। সমাজে তিন রকম মানুষ আছে, ভোগী, লোভী আর ত্যাগী। লোভীদের কথা বাদ দিন, ভোগীদের বাড়িতেই থাকতে দিন আর ত্যাগীদের জন্যে কাজ করুন। সবাইকে মানুষের জন্যে কাজ করতে হবে।"

এরপর বিজেপির বিরুদ্ধে আক্রমন শাণিয়ে নেত্রী বলেন, "বিজেপির অনেক টাকা আছে। ওরা বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু এটা তো আর দিল্লীকা লাড্ডু নয়, এটা বাংলার মাটি। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, যারা  সব সময় মিথ্যা কথা বলে। শুধু কপালে তিলক কেটে বললেই হয় না যে, আমরা ধর্মকে ভালবাসি। দাঙ্গাবাজি করে কখনোই ধর্ম হয় না। সব ধর্ম আর সব জাতিকে নিয়ে চলতে হয়। বিজেপি টাকা ছড়িয়ে ভোট করতে চায়।"

বিজেপি রাজ্যের ৫ জায়গা থেকে পরিবর্তন যাত্রা বা রথ যাত্রার আয়োজন করেছে, যে রথগুলি রাজ্যের সব বিধানসভা কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবে। বিজেপির এই রথযাত্রার আয়োজনকে চূড়ান্ত কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "রথের নামে বিজেপি নানারকম যাত্রা করছে। শুধু জগন্নাথ দেবের রথ যাত্রা করলে আমার আপত্তি থাকত না। বিজেপির রথ আসলে ভোগের রথ। বিরিয়ানি থেকে সব রকম ফুর্তির আয়োজন ছাড়া আর কিছু নয়। রথ যাত্রায় জগন্নাথ-বলরাম-সুভদ্রা থাকবেন, বিজেপি নেতারা কেন থাকবে ? এরা কি দেবতাদের চেয়েও বড় ? এবার কি তাহলে বিজেপি নেতাদেরকেও পুজো করতে হবে ? আমার ওপর খুব রাগ বিজেপির। তাই আমাকে সারানোর জন্যে ওদের এত আগ্রহ। রথের নামে বিজেপি জনগনের টাকায় ফুর্তি করছে। এরা ধর্মের নামে অধর্ম করছে। বিজেপির রথ কখনো  দেবতার রথ হতে পারে না। যারা মানুষকে খুন করে তাদের মুখে ধর্ম মানায় না।"

মমতা বলেন, "ঘরে বসে ফেক ভিডিও তৈরি করে, সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বিজেপি বলছে দ্যাখো পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই। আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিতই আছেন। আমি জিজ্ঞাসা করি উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষা আছে ? সেখানে তো সাংবাদিকদেরও সুরক্ষা নেই। সোনার বাংলা নয়, তোমরা দাঙ্গার বাংলা তৈরি করতে চাইছ। সোনার বাংলাকে ধ্বংস করতে চাইছ। বিজেপি দাঙ্গাবাজের দল, কথা দিলেও কথা রাখে না। দেব বলেও পকেটমারি করে পালিয়ে যায়। ১৫ লক্ষ টাকা করে দেব বলেও দেয় নি।  ওরা বলে এটা দেব, ওটা দেব। কিন্তু আমরা কাজ করে বলি এটা করেছি, ওটা করেছি। আমরা যা বলি সেটা করে দেখাই। তোমরা মিথ্যে বলবে আর আমরা কিছু বলব না সেটা তো হতে পারে না ! লংকা খেলে ঝাল তো লাগবেই বাবা ! যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আবার বাইরে থেকে গুন্ডা এনে ভয় দেখাচ্ছে ? বাইরে থেকে গুন্ডা এনে বাংলা দখল করা যাবে না। দিল্লী থেকে গুন্ডা এনে কিছুতেই আমরা বাংলা দখল করতে দেব না।" 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages