আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ২৩/০২/২০২১ : দীর্ঘদিন পর ফের দার্জিলিং-এ এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দার্জিলিং-এ একটি জনসভা করার পর পরিবর্তন যাত্রায় তাঁর অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার কথা আছে।
কয়েক বছর আগে দিলীপ ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারকে দার্জিলিং-এ আক্রান্ত হতে হয়েছিল বিমল গুরুং পন্থীদের হাতে, সেখানে চূড়ান্ত হেনস্তা করা হয়েছিল তাঁদেরকে। কিন্তু তারপর উত্তরবঙ্গের তিস্তা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পরিবর্তন হয়েছে পরিস্থিতির। এই মুহূর্তে দার্জিলিং-এর সাংসদ আছেন বিজেপির রাজু সিং বিস্তা। দার্জিলিং পাহাড়ে যথেষ্ট প্ৰভাব রয়েছে বিজেপির। শৈলশহর দার্জিলিং আজ সেজে উঠেছে গেরুয়া পতাকায়। পাহাড়ে বহু মানুষ প্রস্তুত হয়েছেন দিলীপ ঘোষকে স্বাগত জানাতে। প্রস্তুত দার্জিলিং জেলার বিজেপি নেতৃত্বও।
আজ সবকিছু ঠিকমত চললেও দার্জিলিং শহরে পৌঁছনোর ৮ কিলোমিটার আগে ঘুম অঞ্চলে কিন্তু বেশ কিছু মানুষ দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়েছেন। এঁরা সকলেই বিমল গুরুং পন্থী। তাঁদের সামনে দিয়েই দিলীপ ঘোষের কনভয় বেরিয়ে যায় এবং দার্জিলিং শহরে পৌঁছে যায়। সেখানে একরাশ উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল দিলীপ ঘোষের জন্যে। গতকাল পরিবর্তন যাত্রা কালিম্পঙ শহরে পরিক্রমা করেছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে। আজ সেই পরিবর্তন যাত্রা এসে পৌঁছাবে দার্জিলিং শহরে। দুপুরের পর সেই পরিবর্তন যাত্রার নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ নিজেই।