মার্চে রাশিয়া মহাকাশেপাঠাচ্ছে ৪০টি রকেট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মার্চে রাশিয়া মহাকাশেপাঠাচ্ছে ৪০টি রকেট

Share This

 

মার্চে রাশিয়া মহাকাশেপাঠাচ্ছে ৪০টি রকেট

আজ খবর (বাংলা), মস্কো, রাশিয়া, ০৮/০২/২০২১ :  আগামী মাসের মধ্যেই রাশিয়া মহাকাশে মোট ৪০টি মহাকাশযান পাঠাতে  চলেছে বলে খবর পাওয়া  যাচ্ছে।

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের মধ্যেই রাশিয়া মহাকাশে অন্তত ৪০টি মহাকাশযান পাঠাতে চলেছে। এই মহাকাশযানগুলিকে সয়ুজ ২.১ রকেটের মাধ্যমেই মহাকাশে পাঠানো হবে বলে জানা গিয়েছে। যদিও কোন কোন মহাকাশযান মার্চ মাসে পাঠানো হবে  তার  চূড়ান্ত তালিকা  এখনো ঠিক  পারে নি রাশিয়া। তবে ৪০টি মহাকাশযান যে পাঠানো হবে তা একরকম সিদ্ধান্ত নিয়েই রেখেছে তারা।

মার্চ মাসে রাশিয়া যে ৪০টি মহাকাশযান পাঠাতে চলেছে, সেগুলিকে পাঠানো হবে বিশ্বের ১৮টি দেশ থেকে।  দেশগুলির তালিকাও প্রকাশ্যে এসে গিয়েছে। তবে সেই তালিকায় নাম নেই ভারতের। যদিও ভারতই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে সফলভাবে মহাকাশে রকেট পাঠায়। যে দেশগুলি থেকে রাশিয়া মহাকাশযানগুলি পাঠাবে সেই দেশগুলি হল - রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইউএই, ইজরায়েল, থাইল্যান্ড, কানাডা,  ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি, আর্জেন্টিনা, হাঙ্গেরি, তিউনেশিয়া ইউনাইটেড কিংডম, স্পেন ও স্লোভাকিয়া।

পাঠকের কাছে প্রশ্ন : যেভাবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ রকেট পাঠাচ্ছে মহাকাশে, তাতে করে মহাকাশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকছে কি ? মতামত দিন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages