আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, ০১/০৩/২০২১ : জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার কোনো মার্কিন রাষ্ট্রদূত আফগানিস্তানে তালিবানদের সাথে বৈঠক করতে চলেছে।
আফগানিস্তান রিকনসিলেশন রাষ্ট্রদূত এর তরফে বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ আফগানিস্তানের কাবুল সহ দোহা ও অন্যান্য রাজধানী শহরে তালিবানদের সাথে বৈঠক করতে চলেছেন। এই বৈঠকের উদ্দেশ্য হল তালিবান ও আফগানদের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তির পথ খুঁজে বের করা। দীর্ঘদিন ধরেই আফগান সরকার এবং তালিবানদের মধ্যে রীতিমত যুদ্ধের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান। তাই এবার সমাধান সূত্র খুঁজে বের করতে হস্তক্ষেপ করতে চলেছে আমেরিকা।
এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে পদ্ধতি আফগানিস্তানে চালিয়ে এসেছিল, আপাতত সেই পদ্ধতিগুলিকেই অবলম্বন করতে চাইছে আমেরিকা। আমেরিকার প্রতিনিধি দল ইসলামীক রিপাবলিক এবং আফগান নেতাদের সাথে বৈঠক করবে বলে জানা গিয়েছে। সেই বৈঠকগুলোতে আপাতত যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের পথ খোঁজা হবে। এই মুহূর্তে আমেরিকা আফগানিস্তানে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছে।
জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর খালিলজাদের এটিই প্রথম আফগানিস্তান সফর। তবে তিনি এরপর পাকিস্তানের ইসলামাবাদ এবং ভারতের দিল্লীতেও সফর করতে পারেন বলে মনে করা হচ্ছে। কেননা আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্তের পিছনে রয়েছে পাকিস্তান। পাকিস্তান তালিবানদের সরাসরি সমর্থন এবং সহযোগিতা করছে বলে বার বার খবর প্রকাশ্যে এসেছে। এদিকে আফগানিস্তানে ভারত নানাবিধ পরিকাঠামো গড়ে তুলে সাহায্য করেছে আফগানিস্তানে সরকারকে। তাই আমেরিকার আফগানিস্তান সফরকে খুব ভালভাবে পর্যবেক্ষণ করতে চাইছে ভারতও। এই ব্যাপারে ভারতের অবস্থান বেশ স্পষ্ট, ভারত যা কিছু করেছে এএবং করতে চলেছে, তা আফগানদের জন্যে এবং আফগানিস্তান সরকারের স্বার্থে। তাই ভারত যে সব পরিকাঠামো আফগানিস্তানে গড়ে তুলেছে, সেগুলোর ওপরেও কড়া নজর রেখে চলেছে।