'ভারত-চীন নিয়ে প্রশ্ন দাদুকে জিজ্ঞাসা করুন', রাহুলকে রেড্ডি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


'ভারত-চীন নিয়ে প্রশ্ন দাদুকে জিজ্ঞাসা করুন', রাহুলকে রেড্ডি

Share This

'ভারত-চীন নিয়ে প্রশ্ন দাদুকে জিজ্ঞাসা করুন', রাহুলকে রেড্ডি


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২১ :  ভারত ও চীনের সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায়  রাহুল গান্ধীকে  শুনতে হল, 'ভারত-চীন নিয়ে প্রশ্ন দাদুকে গিয়ে জিজ্ঞাসা করুন'।

গতকাল সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ভারত ও চীনের মধ্যে চূড়ান্ত সমঝোতা অনুযায়ী দুই দেশই পূর্ব লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে যাবে। আজ সংসদে ভারত ও চীনের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানতে চেয়েছিলেন, 'ঠিক কোন পরিপ্রেক্ষিতে ভারত ও চীনের মধ্যে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ?' রাহুল গান্ধীর প্রশ্ন শুনে তার জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি বলেন, "ভারত ও চীনের বর্তমান পরিস্থিতি কি কারনে হয়েছিল,  সেটা দাদুকে (জহরলাল নেহেরু) জিজ্ঞাসা করুন। আপনার উচিত এই প্রশ্নটা আপনার দাদুকে জিজ্ঞাসা করা। ভারতের ভূখন্ড কে চীনকে দিয়ে দিয়েছিলেন তার জবাব তিনিই ভাল দিতে পারবেন। কে দেশপ্রেমিক আর কে দেশ  বিরোধী তা দেশের মানুষ খুব ভাল করেই জানে। " 

আর এক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এই প্রসঙ্গে  বলেন,"ভারতের প্রতিবেশী দেশগুলি বুঝে গিয়েছে, ভারতকে আক্রমন করলে আর ছেড়ে কথা বলা হবে না।  বরং পাল্টা আক্রমন .করা হবে।  গোটা বিশ্বকেই এই কঠোর বার্তা দিতে সক্ষম হয়েছে আমাদের সরকার। বিশেষ করে আমাদের দেশের উত্তর এবং পশ্চিমদিকে থাকা দুটি দেশ তা ভালো করেই বুঝে নিয়েছে। এবং গোটা বিশ্ব তার সাক্ষী থেকেছে।" 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages