![]() |
কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০২/২০২১ : পশ্চিমবঙ্গে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এই প্রকল্পগুলির উদ্বোধন করে তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
রেল, শিল্প ও বাণিজ্য এবং উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পিযূষ গোয়েল, মনিগ্রাম – নিমতিতা শাখার বৈদ্যুতিকীকরণ, মালদা ও মনিগ্রামে রেল লাইনের নিচ দিয়ে রাস্তা, খাগড়াঘাট, লালবাগ কোর্ট রোড, তেনিয়া, দহপাড়াধাম এবং নিয়ালিশ পাড়া স্টেশনে ৫টি ফুটওভার ব্রিজ এবং সুজনিপাড়া ও বাসুদেবপুর স্টেশনে ২টি ফুটওভার ব্রিজকে জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই সমস্ত প্রকল্প পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। শ্রী গোয়েল মনিগ্রাম – নিমতিতা শাখার নতুন বৈদ্যুতিক লাইনে মালগাড়ির যাত্রা সূচনা করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় সহ বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রী গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের ব্যবসা বাণিজ্যে পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করার জন্য সব ব্যবস্থা নিতে হবে। যাত্রী পরিবহণ, মালগাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে রেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মালগাড়ির সাহায্যে পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পণ্য পরিবহণ করা যাবে। শ্রী গোয়েল জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে পশ্চিমবঙ্গে সমস্ত রেললাইনের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হবে। এর ফলে পরিবেশ দূষণ কমবে, দ্রুত গতিতে ট্রেন চলাচল করবে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নতির জন্য গত ৬ বছরে ১৯,৮১১ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ভারতীয় রেলে কোনো দুর্ঘটনা ঘটে নি এবং এই সাফল্য রেলকর্মীদের কঠোর পরিশ্রমের ফলে অর্জিত হয়েছে।
৩৪ কিলোমিটার দীর্ঘ মনিগ্রাম – নিমতিতা শাখায় ৫২ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্যুতিকীকরণের কাজ হয়েছে। এর ফলে কার্বণ নিঃসরণ হ্রাস পাবে এবং পরিবেশ বান্ধব জ্বালানীর ব্যবহার বাড়বে। এটি আসলে হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত সাগর পূর্বোদয় সম্পর্ক লাইনের অন্তর্গত প্রকল্প। এর ফলে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সোনার বাংলা সিমেন্ট কারখানার জন্য কাঁচামাল ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও এই শাখায় লোকাল ট্রেন ডেমুর পরিবর্তে মেমু প্রযুক্তির মাধ্যমে চলবে। এর জন্য ডিজেলের ব্যবহার হ্রাস পাবে এবং সংশ্লিষ্ট অঞ্চলে শিল্পোন্নয়ন হবে।
রেল লাইনের নিচ দিয়ে সুড়ঙ্গ বানাতে নিউ ফারাক্কা – মালদা টাউন শাখায় মালদা স্টেশনের কাছে সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হয়েছে ১.৮ কোটি টাকা। আজিমগঞ্জ নিউ ফারাক্কা লাইনের মনিগ্রাম স্টেশনে রেল লাইনের তলার সুড়ঙ্গ বানাতে ব্যয় হয়েছে, ২ কোটি ৬৩ লক্ষ টাকা।
যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে খাগড়াঘাট রোড, লালবাগ কোর্ট রোড, তেনিয়া, দহপাড়া ধাম এবং নিয়ালিশ পাড়ায় ৯.৩১ কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ হওয়ায় যাত্রীদের সুবিধা হবে। এছাড়াও সুজনি পাড়া এবং বাসুদেবপুরেও ৩ কোটি টাকা ব্যয়ে আরো দুটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।