দিল্লীতে ট্র্যাক্টর মিছিলের তান্ডবে অভিযুক্ত আরও এক গ্রেপ্তার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিল্লীতে ট্র্যাক্টর মিছিলের তান্ডবে অভিযুক্ত আরও এক গ্রেপ্তার

Share This
দিল্লীতে ট্র্যাক্টর মিছিলের তান্ডবে অভিযুক্ত আরও এক গ্রেপ্তার
ইকবাল সিং 



আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১০/০২/২০২১ : প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনের নামে নতুন দিল্লীর রাজপথে তাণ্ডব চালানোর অভিযোগে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্তকে।.

পাঞ্জাবের  হোশিয়ারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ইকবাল সিং নামে এক অভিযুক্তকে। বেশ কিছুদিন ধরেই পুলিশ এই অভিযুক্তকে খুঁজছিল, কিন্তু ২৬শে  জানুয়ারির পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল।  পুলিশ ঘোষণা করেছিল, ইকবালকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার .দেওয়া হবে। অবশেষে গতকাল রাতে হোশিয়ারপুর থেকে  ধরা পড়ে যায় ইকবাল। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলের দিন বেশ কয়েকজন আন্দোলনকারী তাণ্ডব চালিয়েছিল রাজধানীর প্রকাশ্য রাজপথে। দিল্লীতে তাণ্ডব চালানোর অপরাধে ইকবাল সিংকে চিহ্নিত করেছিল পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দীপ সিধু 


এর মাত্র এক দিন আগেই একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতা থেকে সমাজ কর্মী হয়ে যাওয়া দীপ সিধুকে। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লীর রাজপথে তাণ্ডব চালানোর মূল অভিযুক্ত এই দীপ  সিধু। এই ব্যক্তিই সেদিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলের একাংশকে প্রভাবিত করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। শুধু তাই নয় এই ব্যক্তির্ উস্কানিতেই সেদিন মিছিলের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙেছিল বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এই দীপ  সিধু সেদিন দলবল, লাঠি, পতাকা নিয়ে লালকেল্লায় ঢুকে পড়েছিল, সিসিটিভির ফুটেজ সেই কথাই বলছে। গত পরশু দিন দীপ সিধুকে গ্রেপ্তার করা হয়েছে, আদালত তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages