আজ খবর (বাংলা), সাহাগঞ্জ, চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ, ২২/০২/২০২১ : একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধনে রাজ্যে এসে রাজ্য সরকারকে রীতিমত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ হুগলি জেলার চুঁচুড়ায় সাহাগঞ্জের ডানলপ গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর জনসভায় হাজির ছিলেন অসংখ্য মানুষ। জনপ্লাবন দেখে রীতিমত আপ্লুত হয়ে ওঠেন নরেন্দ্র মোদী। তিনি আজ ভাষণ দিতে গিয়ে রাজ্যে তৃণমূল সরকারের চরম ব্যর্থতার কথাই তুলে ধরলেন। এদিন তিনি বলেন,"পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকেই এগিয়েছিল, কিন্তু বর্তমান সরকার এই রাজ্যকে অনেকটা পিছিয়ে দিয়েছে, এই রাজ্যের সার্বিক উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছে। তাই এবার শুধু প্রশাসনিক পরিবর্তনই নয়, পশ্চিমবঙ্গে দরকার আসল পরিবর্তন। না হলে উন্নয়নের নিরিখে বাংলা আরও পিছিয়ে পড়বে।"
ডানলপ গ্রাউন্ডের জনসভায় মোদী বলেন, "বিশ্বের যে দেশগুলি দারিদ্র থেকে মুক্তি পেয়েছে বা উন্নত দেশ হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে, সেই দেশগুলিতে যোগাযোগ ব্যবস্থা, আভ্যন্তরীন পরিকাঠামো ইত্যাদির উন্নতি করা গিয়েছে বলেই তারা সার্বিকভাবে উন্নত হতে পেরেছে। ভারত সরকার গোটা দেশেই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করছে, কিন্তু এই রাজ্যে এসে সব উন্নয়ন আটকে যাচ্ছে। তা সে কৃষকদের জন্যে আর্থিক সহায়তা হোক কিংবা সাধারণ মানুষের জন্যে চিকিৎসার সুযোগ সুবিধাই হোক. এখানে সিন্ডিকেটের এমন ব্যবসা চলছে যে ভারত সরকার চাইলেও সাধারণ মানুষকে সেই সুযোগ সুবিধাগুলি পেতে দেওয়া হচ্ছে না।. পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হেকে যাচ্ছেন।"
মোদী বলেন, "ভারত সরকার সব ঘরে পানীয় জল পৌঁছনোর প্রকল্প শুরু করেছে। দেশের প্রতিটা কোনায় প্রত্যেকে মানুষের পানীয় জল পাওয়ার অধিকার আছে।. আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রকল্পে মোট ১,৭০০ কোটি টাকা দিয়েছিলাম। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে, এখানকার সরকার সেই প্রকল্পের ১,৭০০ কোটি টাকার মধ্যে মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে, বাকি প্রায় ১,১০০ কোটি টাকা চেপে রেখে দিয়েছে। রাজ্যের সব মানুষের কাছে পানীয় জল পৌঁছাতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মানুষের উন্নয়নকে আটকে রাখতে চাইছে এখানকার সরকার। তাই এই সরকারের পরিবর্তন হওয়া খুবই দরকার।"
জনসভার পর আজ বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম ছিল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মেট্রো রেল সম্প্রসারন। আগামীকাল থেকেই মেট্রো রেলে চেপে অনায়েসে দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারবেন সাধারন মানুষ।