আজ খবর ( বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ০৯/০২/২০২১ : কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন শর্তসাপেক্ষে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-কে ২০২১ সালে ক্রিকেট মরশুমে লাইভ সিনেমাটোগ্রাফির জন্য ড্রোন ব্যবহারের ছাড়পত্র দিয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী আম্বার দুবে জানিয়েছেন, ড্রোন ব্যবস্থাপনা আমাদের দেশে দ্রুত বিকশিত হচ্ছে। এর ব্যবহার কৃষি, খনি, স্বাস্থ্য পরিষেবা এবং দূর্যোগ মোকাবিলা থেকে শুরু করে খেলাধুলা এবং বিনোদন জগতে প্রসারিত হচ্ছে। ভারত সরকার বাণিজ্যিকভাবে ড্রোনের ব্যবহারকে উৎসাহিত করতে বিসিসিআই-কে এই অনুমতি প্রদান করেছে।
ড্রোন বিধি ২০২১, আইনমন্ত্রকের সাথে আলোচনার জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে।২০২১ সালের মার্চের মধ্যে অনুমোদন গুলি পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
ক্রিকেট মরশুম ২০২১-এ লাইভ এরিয়াল ফ্লেমিং এর জন্য রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে বিসিসিআই এবং মেসার্স কোজদিচের শর্ত এবং সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে।
Loading...