আজ খবর (বাংলা), দমদম, কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০২/২০২১ : পথ চলা শুরু হলো ম্যাট্রিক্স অ্যাকাডেমীর। পিকনিক গার্ডেনের পর এবার দমদমে নর্থ পয়েন্ট স্কুলে খোলা হলো ম্যাট্রিক্স একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে এক ছাদের নিচে নাচ, গান, আঁকা, কথা বলা, সঞ্চালনা করা, সংবাদ পাঠ থেকে শুরু করে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন যোগ্য করে তোলার ক্ষেত্রে সব রকম প্রশিক্ষণ দেবেন এই অ্যাকাডেমী।
24 ঘন্টা TV র কর্ণধার দীপঙ্কর চ্যাটার্জী এবং Teach এর সম্পাদক কুট্টির যৌথ প্রয়াসে শুরু হলো ম্যাট্রিক্স অ্যাকাডেমীর যাত্রাপথ।
সমাজের বিভিন স্তরে প্রতিষ্ঠিত স্বনামধন্য কলাকুশলীরা, শিল্পীরা, সুপরিচিত পরিচালক, মডেলরা এই অ্যাকাডেমীতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন। সমাজে প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বদের থেকে শুরু করে সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে যারা অনবরত কাজ করছেন। যারা অসহায় মানুষদের পাশে সহায় হচ্ছেন তাঁরাও ম্যাট্রিক্স অ্যাকাডেমীর দীর্ঘায়ু কামনায় সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন।
বর্তমান এই বহুমুল্যের বাজারে মোটা অঙ্কের ফিস দেওয়া সাধারণ পরিবারে কষ্টদায়ক। তাই নিজেদের স্বাধ্যমতো নুন্যতম মাসিক বেতন নিয়ে ৩ বছর থেকে যে কোনো বয়স পর্যন্ত সকলকে প্রশিক্ষণ দেওয়া হবে এই শিক্ষাকেন্দ্রে। জানালেন এই শিক্ষাকেন্দ্রেরব অন্যতম উদ্যোক্তা বাবলি দাস।
ফিতে কেটে দমদমে ম্যাট্রিক্স অ্যাকাডেমীর শুভ সূচনা করেন ইয়াসির হাইদার। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনুক্তা ঘোষাল, দিশা চোংধার, শ্রীময়ী গাঙ্গুলী, অভিনেতা ত্রিদ্বীপ গোস্বামী, সায়নতন সরকার, দেবজ্যোতি কর্মকার , পরিচালক সৌরদ্বীপ ঘোষ, সমাজকর্মী সুস্মিতা নাগ, অনিতা দত্ত , সৌমি দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।
সমাজের আর পাঁচ জনের মতো করে জীবন কাঁটাতে না পারলেও তারা নিজস্ব প্রতিভায় সমাজে যথেষ্টই প্রতিষ্ঠিত, তার নজির গড়লো ম্যাট্রিক্স অ্যাকাডেমীর শুভ সূচনা লগ্নের অনুষ্ঠানের মধ্য দিয়ে। গানের সুরে ছন্দে ছন্দে তাল মিলিয়ে নাচের মধ্যে দিয়ে দর্শকদের মন কেড়ে নিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি আনন্দ মুখর সন্ধ্যায় শুরু হলো ম্যাট্রিক্স অ্যাকাডেমীর পথ চলা।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার