দেশে কোভিড যোদ্ধাদের লড়াই সফল, ৮ মাস পর দৈনিক সংক্ৰমন কমে ৯ হাজারের নিচে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশে কোভিড যোদ্ধাদের লড়াই সফল, ৮ মাস পর দৈনিক সংক্ৰমন কমে ৯ হাজারের নিচে

Share This

দেশে কোভিড যোদ্ধাদের লড়াই সফল, ৮ মাস পর দৈনিক সংক্ৰমন কমে ৯ হাজারের নিচে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০২/০২/২০২১ :  দেশে কোভিড যোদ্ধাদের সফল হতে চলেছে। আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্ৰমন এখন অনেকটাই কমে এসেছে। 

ভারতে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। গত বছরের ১০ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা একদিনেই সর্বাধিক উচ্চতায় ৭৫,৭৩৫-এ পৌঁছেছিল। আজ এই সংখ্যা কমে হয়েছে ৮,৬৩৫, যা ৮ মাসে সর্বনিম্ন।

ভারতে গত ৫ সপ্তাহে দৈনিক ভিত্তিতে গড় আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমেছে। ২০২০-র ৩০ ডিসেম্বর থেকে ২০২১-এর ৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৯৩৪। অন্যদিকে, গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দৈনিক ভিত্তিতে গড় আক্রান্তের সংখ্যা কমে ১২,৭৭২ হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ সাফল্য হিসেবে দেশে গত ২৪ ঘন্টায় ১০০ জনেরও কম মারা গেছেন যা গত ৮.৫ মাসে সর্বনিম্ন। উল্লেখ করা যেতে পারে, গত বছরের ১৫ মে শেষবার ১০০ জন মারা গিয়েছিলেন।

দেশে গত ৫ সপ্তাহ ধরে দৈনিক ভিত্তিতে গড় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ১২৮। অন্যদিকে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে এ বছরের ৫ জানুয়ারি পর্যন্ত দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ছিল ২৪২।

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৩। এই সংখ্যা মোট করোনায় আক্রান্তের কেবল ১.৫২ শতাংশ।

দেশে আজ করোনায় মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪ লক্ষ ৪৮ হাজার ৪০৬। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৫ শতাংশ।

আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের আওতায় টিকাগ্রহীতা সুফলভোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ৫০ হাজার ১৫৬।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages