কলকাতা - শিলিগুড়ি জাতীয় সড়কের সংস্কার করে মানোন্নয়ন করা হবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতা - শিলিগুড়ি জাতীয় সড়কের সংস্কার করে মানোন্নয়ন করা হবে

Share This

 

কলকাতা - শিলিগুড়ি জাতীয় সড়কের সংস্কার করে মানোন্নয়ন করা হবে

আজ খবর (বাংলা),  কলকাতা,পশ্চিমবঙ্গ, ০১/০২/২০২১ :  কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে সড়ক ও রেলপথ পরিকাঠামোর ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ৬৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের মানোন্নয়নের প্রস্তাব বাজেটে করা হয়েছে। এর জন্য মোট ২৫ হাজার কোটি টাকা অর্থ সংস্থান রাখা হয়েছে।

রেলের মাধ্যমে পণ্য পরিবহণের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দিচ্ছে। পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। মহারাষ্ট্রের ভুসোয়াল থেকে পশ্চিমবঙ্গের খড়্গপুর হয়ে ডানকুনি পর্যন্ত এই করিডর নির্মাণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত প্রকল্পের প্রতিবেদন খুব শীঘ্রই তৈরি করা হবে।

এছাড়াও খড়্গপুর থেকে বিজয়ওয়ারা  পর্যন্ত আরও একটি ফ্রেইট করিডোরের  বরাদ্দ রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages