আজ খবর (বাংলা), আরামবাগ, পশ্চিমবঙ্গ, ০৯/০২/২০২১ : আজ সাতসকালেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ৩ জন।
আজ সকালবেলাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল একটি বোলেরো গাড়ি, আরামবাগের কাবলে তে একটি লরির সঙ্গে, মুখোমুখি সংঘর্ষে হয় বোলেরো গাড়িটির. ওই গাড়ির মধ্যে থাকা, 6 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। , তাদের মধ্যে একজন হলো গাড়ির চালক, এবং আর একজন মহিলা, গাড়ির মধ্যে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আহতদের কাছ থেকে জানা গেছে তারা বাঁকুড়ার কাল ডাঙ্গা থেকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তারা সকলেই একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, আসায় তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ তৎক্ষণাৎ ভাবে আরামবাগের বিশাল পুলিশবাহিনী, যে এবং সাধারণ মানুষের সহযোগিতায় আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷
ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায় নি। পুলিশ খতিয়ে দেখছে, গাড়ি চালকের ঘুম পেয়েছিল নাকি ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কমে গিয়েছিল, কি কারনে দুর্ঘটনাটি ঘটেছে।
রিপোর্ট : সুব্রত রায়