ব্যাঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ব্যাঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান

Share This

ব্যাঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান


আজ খবর (বাংলা), গোয়া ভারত, ০৯/০২/২০২১ : আজ আইএসএল টুর্নামেন্টে ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমে অসাধারন ফুটবল উপহার  দিল এটিকে মোহনবাগান। ২-০ গোলে ব্যাঙ্গালুরুকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। 

খেলার প্রথম দিকে এটিকে মোহন বাগানকে যথেষ্ট অগোছালো লাগছিল,  সেই সময় ব্যাঙ্গালুরুর খেলোয়াড়রাই আক্রমন তুলে নিয়ে আসছিল এটিকে মোহনবাগানের গোলের দিকে। এমনকি ব্যাঙ্গালুরুর বল পজেশনও ছিল প্রায় ৬৫%এর মত।কিন্তু খেলার বয়স যত  বাড়তে থাকল, ততই যেন গোটা খেলার মধ্যে আধিপত্য বাড়াতে থাকল মেরিনার্স খেলোয়ারা। একটা সময় বেশ কিছু আক্রমন তুলে নিয়ে আসছিল সন্দেশ জিনঘনের দল। ঠিক সেরকমই একটা আক্রমন থেকে পেনাল্টিও পেয়ে যায় সবুজ মেরুন।  একটা লুজ বল হঠাৎ করেই পেয়ে ব্যাঙ্গালুরুর গোলের দিকে নিয়ে দ্রুত এগোতে থাকেন রয় কৃষ্না। ব্যাঙ্গালুরুর পেনাল্টি বক্সের মধ্যেই তুমুল বল দখলের লড়াই চলতে থাকে,  সেই সময় ফাউল করে বসেন ব্যাঙ্গালুরুর খেলোয়াড়। পেনাল্টি আদায় করে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দিতে একটুও ভুল করেন নি ফিজির খেলোয়াড় রয় কৃষ্না।

খেলার ৩৭ মিনিটের মাথায় এটিকে মোহন বাগান এগিয়ে যায় ১-০ গোলে। এরপর ব্যাঙ্গালুরুর পেনাল্টি বক্সের কাছেই ফের ফাউল করে ব্যাঙ্গালুরুর এক খেলোয়াড়। পেনাল্টি বক্স ঘেঁষে সেট পিস্ পেয়ে যায় সবুজ মেরুন। সেখান থেকে চোখ ধাঁধানো নিখুঁত শটে ব্যাঙ্গালুরুর গোলরক্ষককে পরাজিত করে বল জালে জড়িয়ে দেন মার্সিলিনহো। দ্বিতীয় গোলটি আসে  ৪৪ মিনিটের মাথায়। এরপর বাগানের খেলোয়াড়রা মুহুর্মুহু আক্রমন তুলে আনতে থাকে। ব্যাঙ্গালুরুকে এই সময় বেশ বিধ্বস্ত লাগছিল,  তাদের অধিনায়ক সুনীল ছেত্রী বার বার ফাউল করে ফেলছিলেন। শেষে  রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখলেন।কিন্তু ম্যাচের ফলাফল একই থাকে, ২-০ গোলে ব্যাঙ্গালুরুকে হারিয়ে এটিকে মোহন বাগান মুম্বই এফসির চেয়ে মাত্র ১ পয়েন্টের ব্যাবধানে দ্বিতীয় স্থানে রইল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages