দেশে প্রথমবার পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশে প্রথমবার পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Share This

দেশে প্রথমবার পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০১/০২/২০২১ : দেশে কোরোনার থাবাকে মোকাবিলা করে সংসদে  আজ প্রথমবার ডিজিটাল (পেপারলেস) বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নিৰ্মলা সীতারামন।

বাজেট পেশের প্রথমেই আজ নির্মলা সীতারামন বলেন, "কোরোনার প্রভাবে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অনেকেই নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনা আবহে দেশে লক ডাউন ঘোষণা না করলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত।  লক ডাউনের কারণে দেশের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল।  তা সত্ত্বেও  মে মাসে কেন্দ্র সরকার আত্মনির্ভর ভারত প্রকল্প ঘোষণা করেছিল। পরে আরও দুটি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। কোরোনার প্রভাব পড়েছিল বিশ্ব আর্থনীতিতে, সাংসদরা প্রত্যেকেই নিজেদের ১ দিনের বেতন দিয়ে দিয়েছিলেন। গত বছর কোরোনার সময় অভূতপূর্বভাবে বাজেট পেশ করা হয়েছিল। সেইসময় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছিল। বর্তমানে দেশে কোরোনার প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। এখন লক্ষ্য একটাই, সেটা হল আত্মনির্ভর ভারত তৈরি করা। দেশের জিডিপির ১৩% খরচ করা হবে এই প্রকল্পে। আত্মনির্ভর ভারত দেশবাসীর ভাবনার প্রতিফলন।" 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের মূল বিষয়গুলি - 

  • প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার জন্যে বাজেট বরাদ্দ থাকছে ৬৪,১৮৪ কোটি টাকা (৬ বছরের জন্যে)।
  • সব জেলায় পাবলিক হেলথ ল্যাবরেটরি। ১৫টি হেলথ এমার্জেন্সি হাসপাতাল হবে।
  • মিশন পোষণ ২.০ ঘোষণা। 
  • সকলের জন্যে পরিশ্রুত পানীয় জল। 

  • শীঘ্রই দেশবাসীর জন্যে মেড ইন ইন্ডিয়া কোরোনার প্রতিষেধক আসবে, (দুটি বা তার বেশি) প্রতিষেধকলের জন্যে বাজেট বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা। 

  •  বায়ু দূষণ রোধে বরাদ্দ ২,২০০ কোটি টাকা।
  • আরবান স্বচ্ছভারত ৫ বছরের প্রকল্পে স্বাস্থ্যখাতে বৃদ্ধি ১৩৭%, মোট ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ। 

 

  •  দেশে ৩.৩ লক্ষ কোটি টাকা ব্যয়ে ৩,৮০০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে, আরও ৮,৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে।এছাড়াও ১১ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। 
  • পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। কলকাতা - শিলিগুড়ির জাতীয় সড়ক সংস্কার করা হবে। পশ্চিমবঙ্গে রাস্তা নির্মাণ ও সংস্কার নিয়ে বাজেট ধরা হয়েছে ২৫ হাজার কোটি টাকা।
  • গোমো থেকে ডানকুনি ফ্রেইট করিডোর করা হবে। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত আরও একটি ফ্রেট করিডোর করা হবে। 
  • এছাড়াও দেশজুড়ে নতুন সড়ক পথ তৈরি করা হবে। মুম্বই থেকে কন্যাকুমারী করিডোর তৈরি করা হবে কেরালার ওপর দিয়ে। 
  • সড়ক  বরাদ্দ ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা।  দেড় লক্ষ নতুন কর্মসংস্থান হবে।
  • পর্যটকদের জন্যে রেলে বিশেষ সুবিধাযুক্ত কোচ।
  • রেলের জন্যে বাজেট বরাদ্দ হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫৫ কোটি টাকা।  
  •  দেশের সব ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণ। পিপিপি মডেলে দেশে চারটি রেল স্টেশন। 
  •  মেট্রো রেলের ক্ষেত্রে 'মেট্রো লাইট' এবং 'মেট্রো নিও' এই নতুন দুটি প্রকল্প নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও তৈরি হবে মেট্রো রেল।
  • রেলের জন্যে জাতীয় রেল প্ল্যান করা হয়েছে।
  • সৌরশক্তি খাতে বাজেট ১ হাজার কোটি টাকা । 
  •  লক ডাউনের মধ্যেও দেশের সর্বত্র গ্যাস ও তেল সরবরাহ  করা হয়েছে। 
  • জম্মু ও কাশ্মীরে গ্যাস সরবরাহ  করার জন্যে নতুন পাইপলাইন বসানো হবে। এছাড়া আরও ১০০টি শহরে সিটি গ্যাস সরবরাহ  করা হবে।
  •  জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নির্মাণ করা হবে। এতেও প্রচুর কর্মসংস্থান হবে। 
  •  দেশের বড় বন্দরগুলিকে দেওয়া হবে বেসরকারি হাতে। প্রয়োজনে সেই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে।
  • জাতীয় সড়ক নির্মাণও  বেসরকারি হাতে দেওয়া হবে।
  • বিদ্যুৎ সরবরাহ  করার কাজে মনোপলির দিন শেষ, এবার একাধিক সংস্থাকে সেই দায়িত্ত্ব দেওয়া হবে। সৌরশক্তিখাতে বাজেট বরাদ্দ করা হয়েছে ১ হাজার কোটি টাকা।
  •  সেবি আইনেও পরিবর্তন করা হবে. বীমা কোম্পাণীতে বিদেশী লগ্নী ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করা হল. এলআইসির শেয়ার খোলাবাজারে এবছর থেকেই।
  • ব্যাঙ্কগুলির আর্থিক ক্ষমতা বাড়াতে বাড়তি অর্থের যোগান। ব্যাংকে ৫ লক্ষের উর্দ্ধে ফিক্সড ডিপোজিট সুরক্ষা বীমা।
  • দেশজুড়ে এক লক্ষ গ্রামে ফাইবার অপটিক।  
  • এয়ার ইন্ডিয়া, পবনহংস বেসরকারিকরণ। 
  • গ্রামীণ  অঞ্চলে ২০হাজার বাস পরিষেবা।
  • আসন্ন  জনগণনা প্রথমবার ডিজিটাল হতে চলেছে।
  • লেহতে  কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। 
  •  দেশে ১ দেশ ১ রেশন কার্ড চালু করা হবে, এতে পরিযায়ী শ্রমিকদের সুবিধা হবে। পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে কম টাকায় বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। অসংগঠিত শ্রমিকদের জন্যে তৈরি করা হচ্ছে তথ্য ভান্ডার, সমস্ত তথ্য রাখা থাকবে পোর্টালে; যাতে তাঁদের ঠিকমত পরিষেবা দেওয়া যায়।
  • অটোমোবাইল ক্ষেত্রে বিশেষ বরাদ্দ। ২০ বছরের বেশি  প্রাইভেট গাড়ি এবং ১৫ বছরের বেশি সময়ের  গাড়িকে  'পুরোন'  হিসেবে বিবেচনা করতে হবে।
  • দেশের ৭ জায়গায় টেক্সটাইল হাব হতে চলেছে, সেখানে তৈরি হবে উন্নতমানের কাপড়। 
  • দেশের ৫ জায়গায় ফিশারি হাব হতে চলেছে।
  • দেশের কৃষকদের পাশে আছে সরকার। চাল, ডাল, গম কিনতে দ্বিগুনের চেয়েও বেশি বরাদ্দ ধরা হয়েছে। মোট ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দেশের ১ হাজার মান্ডিকে ই-গভর্নেন্স এর সাথে সংযুক্ত করা হচ্ছে। কৃষি সেচে বরাদ্দ ১.৬০ হাজার কোটি টাকা।
  • আয়করে প্রবীণদের বড় ছাড়। ৭৫ বছরের বেশি বয়স্কদের দিতে হবে না আয়কর রিটার্ন। পেনশন ও সুদের ওপর নির্ভরশীলদের প্রাপ্ত সুদ করমুক্ত করা হল। শেয়ার ও ডিভিডেন্ড থেকে পাওয়া অর্থের টিডিএস কাটা হবে না। দেরিতে পিএফ জমা পড়লেও টাকা কাটা যাবে না।
  • করদাতাদের ওপর চাপ না দেওয়ার উদ্যোগ কেন্দ্র সরকারের। আয়কর বিবাদ  নয়া প্যানেল।
  • দেশের অভ্যন্তরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। শুরু হয়েছে রপ্তানিও। 
  •  অটো  পার্টসে কর বাড়ানো হচ্ছে, সুতরাং গাড়ির দাম বাড়তে চলেছে। 
  • সোনা ও রুপার আমদানি শুল্ক কমানো হচ্ছে। 
  •  তফসিলিদের জন্যে একলব্য স্কুলগুলিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। 
  • চা শ্রমিকদের জন্যে ১ হাজার কোটি টাকা বরাদ্দ, এতে পশ্চিমবঙ্গ ও আসামের চা শ্রমিকরা উপকৃত হবেন।
  • প্রযুক্তি খাতে বরাদ্দ  ৩,৭৬৮ কোটি টাকা।
  •  দেশে ১৫ হাজার নতুন স্কুল তৈরি করা হবে, ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করা হবে। উচ্চশিক্ষায় নতুন কমিশন গঠন করা হবে। 
  • এনআরআইদের  যাতে ডাবল ট্যাক্স দিতে না হয় সেটাও দেখা হবে। 

আপাতত এই  পর্যন্ত কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। মূলত স্বাস্থ্য, উৎপাদন ও কৃষি ক্ষেত্র নিয়ে বলা হয়েছে বাজেটে।  এরপর আগামীকাল সংসদে ফের বসবে বাজেট অধিবেশন।  



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages