আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 19/02/2021 : গতকাল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যখন শ্রীনগরে ছিলেন, তখনই গুলি চলেছিল সেখানে। তবে নিরাপত্তা বাহিনীর তত্পরতায় বড় কোনো ঘটনা ঘটে নি। তবে আজ কাশ্মীর উপত্যকার দুই জায়গায় চলল গুলির লড়াই।
আজ জম্মু ও কাশ্মীরের দুই জায়গায় জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর এনকাউনটার শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম ঘটনাটি ঘটেছে বদগাঁও জেলার বীরওয়া গ্রামে। এই মুহুর্তে সেখানে চলছে গুলির লড়াই। গতা এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সেনা জওয়ানরা।
নিরাপত্তা বাহিনীর সাথে আরও এক জায়গায় এনকাউনটার চলছে জঙ্গীদের। এই জায়গাটি হল সোপিয়ানের বড়ি গাঁও এলাকায়। এই গ্রামটিকে ঘিরে রেখে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাসিও চালানো হচ্ছে। এই মুহুর্তে দুই জায়গাতেই চলছে গুলির লড়াই। তাই এখনও ঐ দুই ঘটনার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায় নি। এনকাউনটারের খবরটি জানা গিয়েছে কাশ্মীর জোন পুলিশ সুত্রে।