আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০১/২০২১ : পশ্চিমবঙ্গের ক্ষুদ্র প্রান্তিক চাষীদের উন্নতি সাধনে কৃষি ও গ্রামোন্নয়নের জন্য জাতীয় ব্যাঙ্ক বা নাবার্ড এগিয়ে এসেছে। নাবার্ড অগ্রাধিকারপ্রাপ্ত সম্ভাবনাময় ক্ষেত্রগুলিতে ২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য ২,২১,২১১.১৭ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে।
কলকাতায় আজ নাবার্ড আয়োজিত ‘রাজ্য ঋণ’ বা স্টেট ক্রেডিট শীর্ষ এক আলোচনাসভায় একথা জানিয়েছেন সংস্থার কলকাতা শাখার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ এ আর খান। তিনি বলেছেন, এই সহায়তাদানকারী ঋণের মধ্যে ৩৯.৬০ শতাংশ কৃষি কাজ সহ কৃষি পরিকাঠামো ও আনুষাঙ্গিক ক্ষেত্র, ৪৪.০৪ শতাংশ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, ৭.৬৭ শতাংশ স্বনির্ভর গোষ্ঠী, ৪.৮২ শতাংশ আবাসন, ১.৬৪ শতাংশ শিক্ষা ঋণ, ১.০৫ শতাংশ সামাজিক পরিকাঠামো এবং বাকি ১.১৮ শতাংশ পুনর্নবীকরণ সহ অন্যান্য ক্ষেত্রে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শ্রী খান জানান, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষকদের মানোন্নয়নে নাবার্ড একাধিক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। ক্ষুদ্র-প্রান্তিক চাষীদের সংগঠিত করার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।কৃষি পণ্য উৎপাদন সংগঠন তৈরিতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। এমনকি কৃষি পরিকাঠামো উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোদ্যোগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিন অনুষ্ঠানে ‘কৃষকদের আয় বৃদ্ধির জন্য কৃষিজ উৎপাদিত পণ্য সংগ্রহ’ বিষয়ে ২০২১-২২ অর্থবর্ষে স্টেট ফোকাস পেপার প্রকাশ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা শাখার আঞ্চলিক অধিকর্তা শ্রী শুভায়ন সিনহা, পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্যসচিব ডঃ এন ভি রাও এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার।