আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০১/২০২১ : আজ ছিল তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আজ কলকাতার তপসিয়ায় তৃণমূল ভবনে পালিত হল তৃণমূল দিবস।
আজ তৃণমূল দিবস উপলক্ষে মা মাটি মানুষকে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে তৃণমূল ভবনে কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, মনীশ গুপ্ত, ডেরেক ও ব্রায়েন এবং অন্যান্য নেতা নেত্রীরা। আজ সকালে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর সুব্রত বক্সী সমর্থকদের বলেন, "তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিনে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। এই বছর বিধানসভা নির্বাচন আমাদের কাছে যথেষ্ট উল্লেখযোগ্য। কারন এবারের লড়াই হল সংবিধান রক্ষার লড়াই। এই নির্বাচনে আমাদেরই জয় হবে। তার জন্যে আমাদের দলবদ্ধভাবে একসাথে লড়াই .করতে হবে।"