নক্সালবাড়িতে ধিমালদের অনুষ্ঠানে কৃতির হাট, মুকুটে পালক রঙ্গু-করিমুল-প্রবীরদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নক্সালবাড়িতে ধিমালদের অনুষ্ঠানে কৃতির হাট, মুকুটে পালক রঙ্গু-করিমুল-প্রবীরদের

Share This


আজ খবর (বাংলা), নকশালবাড়ি, পশ্চিমবঙ্গ, ২৫/০১/২০২১ : নক্সালবাড়িতে ধিমালদের অনুষ্ঠানে কৃতির হাট, মুকুটে পালক রঙ্গু-করিমুল-প্রবীরদের।

নকশালবাড়ি, ২৪ জানুয়ারি : রবিবার নকশালবাড়ি ব্লকের ইন্দো-নেপাল বর্ডার সংলগ্ন মাল্লাবাড়ি গ্রামে ধিমাল সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হককে সুরেশ ছেত্রী মেমোরিয়ল ২০২১ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এর পাশাপাশি, রঙ্গু সৌর‌্যকে ব্রেভ লেডি অ্যাওয়ার্ড ও সমাজসেবী প্রবীর দত্তকে নিষ্ঠাবান সমাজসেবী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। প্রয়াত জওয়ান সুরেশ ছেত্রীর স্ত্রী মঞ্জু ছেত্রী অ্যাওয়ার্ড প্রাপকদের হাতে তুলে দেন। বীর চক্র অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্ঞানেন্দ্র রাই, প্রয়াত জওয়ান সুনিল লামা ও সুভাষ থাপার পরিবার এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। বাগডোগরার মিডিয়া কর্তৃপক্ষের তরফে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ধিমাল সম্প্রদায়ের সংস্কৃতি ও তাদের অনুদান তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান উদ্যোগকারীরা। 

অনুষ্ঠানে ধিমাল ভাষায় কবিতাপাঠ করেন ১০ জন স্থানীয় শিল্পী। এদিন ১০ জন কৃতি ছাত্র ছাত্রীকে সম্মানিত করা হয়। করিমুল হক বলেন, 'আমি সত্যি আপ্লুত এই সম্মান পেয়ে। এখানে ধিমাল সম্প্রদায়ের মানুষ খুব সুন্দরভাবে সবাইকে স্বাগত জানান। এখানে ধিমালদের সংস্কৃতি ও উৎসবের সাক্ষী হতে আমি সবাইকে আমন্ত্রণ করতে চাই। আমি খুব গর্ব বোধ করছি ওনাদের দ্বারা সম্মানিত হয়ে। ধিমাল অতি পুরনো একটি সম্প্রদায়। এখন বিলুপ্তপ্রায় এই ধিমাল জাতি এখনও নিজেদের সংস্কৃতির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। তাঁরা প্রতিনিয়ত নিজেদের অস্তিত্ব রক্ষার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।' 

বাগডোগরার সমাজসেবী শুভজিত ঘোষাল ধিমাল জাতির মেয়েদের হাতে, তাঁদের শিক্ষার জন্য ২৫,০০০ টাকা তুলে দেন।

রিপোর্ট : ভাস্কর চক্রবর্তী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages