আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০১/২০২১ : ব্রিটেন থেকে আগত করোনার নতুন স্ট্রেইন সার্স-কোভ-২ সংক্ৰমন ঠেকাতে ভারতের কোভ্যাক্সিন যথেষ্ট কার্যকর বলে জানাল আইসিএমআর।
কিছুদিন আগে ব্রিটেন থেকেই গোটা বিশ্বে থাবা চওড়া করতে শুরু করেছিল করোনার নতুন স্ট্রেইন, যাকে নাম দেওয়া হয়েছিল সার্স-কোভ-২; বলা হয়েছিল করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেইন বর্তমান করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশে তো বটেই, ভারতেও এই নতুন স্ট্রেইন খুঁজে পাওয়া গিয়েছিল অনেকের দেহে, যাঁরা বিদেশ থেকে ভারতে এসেছিলেন সম্প্রতি।
কোরোনার এই নতুন স্ট্রেইন নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন বিশ্ববাসী। কিন্তু এর মধ্যেই ভারতের আইসিএমআর জানিয়ে দিল, ভারত বায়োটেক দ্বারা প্রস্তুত কোভ্যাক্সিন কোরোনার এই নতুন স্ট্রেইন থেকে সংক্ৰমন রুখতে কার্যকর। পুনের বিজ্ঞানীরা জানিয়েছেন, "ব্রিটেন ফেরত যে সব যাত্রীর দেহে কোরোনার এই নতুন স্ট্রেইন পাওয়া গিয়েছিল, তাঁদেরকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষাও সফল হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি, যে ব্রিটেন থেকে আগত করোনার নতুন স্ট্রেইনকে ঠেকাতে কোভ্যাক্সিন যথেষ্ট গুরুত্ত্বপূর্ন ভূমিকা নিতে সক্ষম হবে।"