তৃণমূলকে এখন কোরামিন দিয়েও বাঁচানো যাবে না : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূলকে এখন কোরামিন দিয়েও বাঁচানো যাবে না : দিলীপ ঘোষ

Share This


আজ খবর (বাংলা), নিউ জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ,  ১৯/০১/২০২১ : আজ উত্তরবঙ্গে পৌঁছেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে  আক্রমন করতে শুরু  বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ সফরে তাঁর সাথে ছিলেন বিজেপির আর এক নেতা সায়ন্তন বসু।

আজ সকালে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি পৌঁছে যান বিজেপির রাজ্য দলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন আর এক বিজেপি নেতা সায়ন্তন বসু। দিলীপবাবু আজ সাংবাদিকদের বলেন, "তৃণমূলকে সমূলে  উৎখাত করার লক্ষ্য নিয়েই আমরা নেমেছি ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে যত ভোটে হারবেন, তার চেয়েও বেশি ভোটে হারবেন নন্দীগ্রাম থেকে। সবাই এখন তৃণমূল থেকে পালিয়ে যাচ্ছেন। তৃণমূলকে এখন আর কোরামিন দিয়েও বাঁচানো সম্ভব নয়।"

আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি জনসভায় যোগ দেবেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু। সেখানেই আজ যোগদান মেলায় প্রচুর মানুষ বিজেপিতে যোগ দেবেন বলে জানালেন দিলীপবাবু। এই জনসভা হবে দুপুর ২টো  নাগাদ, এরপর বিজেপি রাজ্য সভাপতি বাগডোগরার গোসাইপুর অঞ্চলে একটি কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেবেন। তারপর বিকেলবেলায় শিলিগুড়ির ভানুনগরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। 

(দিলীপ ঘোষের বক্তব্য শুনতে ভিডিও প্রতিবেদনটি দেখুন)

ভিডিও : কৃষ্ণা দাস 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages