এবার বন্যজাত আরো ১৪ টি পণ্যকে ন্যূনতম সহায়ক মূল্য এর আওতায় নিয়ে আসা হয়েছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার বন্যজাত আরো ১৪ টি পণ্যকে ন্যূনতম সহায়ক মূল্য এর আওতায় নিয়ে আসা হয়েছে

Share This

এবার বন্যজাত আরো ১৪ টি পণ্যকে ন্যূনতম সহায়ক মূল্য এর আওতায় নিয়ে আসা হয়েছে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩১/০১/২০২১ : করোনা জনিত অতিমারি পরিস্থিতির জন্য সারা দেশজুড়ে অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষও চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। 

এরকম একটি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে কয়েকটি বন্যজাত পণ্যকে বিপণনের ব্যবস্থা আগেই করেছে। মেকানিজম ফর মারকেটিং অফ মাইনর ফরেস্ট প্রডিউস মারফত দেশের ২১ টি রাজ্যে রাজ্য সরকারের অধীন সংস্থাগুলির সহায়তায় এই ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত 3 হাজার কোটি টাকার অর্থের সংস্থান হয়েছে।

এবার দেশের আদিবাসী মন্ত্রকের পক্ষ থেকে বন্যজাত আরো ১৪ টি পণ্যকে ন্যূনতম সহায়ক মূল্য এর আওতায় নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হবে দেশের আদিবাসী মানুষের যাঁরা অরণ্যকে নির্ভর করেই জীবন যাপন করেন।

এর মধ্যে রয়েছে তসর ককুন, ক্যাসিউ কার্নেল, এলিফ্যান্ট অ্যাপেল ড্রাই, বাম্বু শুট, মালকানগানি সিড, মহুল লিভস, নাগোড, গোখ্রু, পিপলা, গামহার, ওরক্সিলুমিনডিকাম, ওয়াইলড মাশরুম ড্রাই, শৃঙ্গরাজ এবং ট্রিমস।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages