![]() |
গাসটাভো গ্যালভায়ো |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০১/২০২১ : ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে চলচ্চিত্রগুলির জন্য আইফা আজ ক্যালিডোস্কোপ প্রকাশ করেছে। বিশ্বের ১২টি ছবি এই উৎসবে প্রদর্শিত হবে।
তালিকা অনুযায়ী প্রথমে রয়েছে- ১) ব্রাজিল ও জার্মানির গাসটাভো গ্যালভায়োর ছবি- উই স্টিল হ্যাভ ব্ল্যাক নাইট।
২) উরুগুয়ের এলেক্স পাইপারনোর ছবি- উইন্ডো বয় উড অলসো লাইক টু হ্যাভ এ সাবমেরিন।
৩) কলম্বিয়ার ফের্নান্দো ট্রুবার- ফরগোটেন উই অল বি।
৪) ইরাকের মোহান্দ হায়ালের- হাইফা স্ট্রিট।
৫) ফরাসি পরিচালক ইমানুয়েল মৌরেটের- লাভ আফেয়ার।
৬) গ্রিসের কৃষ্টোস নিকোও-র- অ্যাপলস।
৭) লিথুয়ানিয়ার মন্টাস কেভি দাড়া ভিশিয়াসের ছবি- পার্থেনন।
৮) সুইজারল্যান্ডের পরিচালক স্টেফানেই চুয়েটের- মাই লিটিল সিস্টার।
৯) ইজরায়েলের ডাইনি রোজেনবার্গের- দা ডেথ অফ এ সিনেমা এন্ড মাই ফাদার টু।
১০) ফ্রান্সের ইমানুয়েল কোরকলের- দ্য বিগ হিট।
১১) পোল্যান্ডের লিচ মাজেস্কির ভ্যালি অফ দ্য গডস।
১২) ফ্রান্সের ফিলিপি'র ল্যাকোটির- নাইট অফ দ্য কিংস।
Loading...