বিশ্বের ১২টি ছবি প্রদর্শিত হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিশ্বের ১২টি ছবি প্রদর্শিত হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Share This

বিশ্বের ১২টি ছবি প্রদর্শিত হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
গাসটাভো গ্যালভায়ো


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০১/২০২১ : ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে চলচ্চিত্রগুলির জন্য আইফা আজ ক্যালিডোস্কোপ প্রকাশ করেছে। বিশ্বের ১২টি ছবি এই উৎসবে প্রদর্শিত হবে।


তালিকা অনুযায়ী প্রথমে রয়েছে- ১) ব্রাজিল ও জার্মানির গাসটাভো গ্যালভায়োর ছবি- উই স্টিল হ্যাভ ব্ল্যাক নাইট।
 
২) উরুগুয়ের এলেক্স পাইপারনোর ছবি- উইন্ডো বয় উড অলসো লাইক টু হ্যাভ এ সাবমেরিন।
৩) কলম্বিয়ার ফের্নান্দো ট্রুবার- ফরগোটেন উই অল বি।
৪) ইরাকের মোহান্দ হায়ালের- হাইফা স্ট্রিট।
৫) ফরাসি পরিচালক ইমানুয়েল মৌরেটের- লাভ আফেয়ার।
৬) গ্রিসের কৃষ্টোস নিকোও-র- অ্যাপলস।
৭) লিথুয়ানিয়ার মন্টাস কেভি দাড়া ভিশিয়াসের ছবি- পার্থেনন।
৮) সুইজারল্যান্ডের পরিচালক স্টেফানেই চুয়েটের- মাই লিটিল সিস্টার।
৯) ইজরায়েলের ডাইনি রোজেনবার্গের- দা ডেথ অফ এ সিনেমা এন্ড মাই ফাদার টু।
১০) ফ্রান্সের ইমানুয়েল কোরকলের- দ্য বিগ হিট।
১১) পোল্যান্ডের লিচ মাজেস্কির ভ্যালি অফ দ্য গডস।
১২) ফ্রান্সের ফিলিপি'র ল্যাকোটির- নাইট অফ দ্য কিংস। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages