রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন

Share This

রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন রাজ্য


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০১/২০২১ :  স্বাভাবিকের নিচে নামল কলকাতার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রী । যা রয়েছে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। 

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রী।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা 4 ডিগ্রি নিচে। জমিয়ে শীতের আমেজ। বেলা বাড়লে অবশ্য শীতের আমেজ কমবে। আগামী কয়েকদিন 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে আরো কয়েকদিন।

আজও ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা 50 থেকে 200 মিটারের মধ্যে নেমে আসবে কোথাও কোথাও।আগামীকাল ঘন কুয়াশার সর্তকতা দৃশ্যমানতা 200 মিটার এর কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ।শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দপ্তর  জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ফেব্রুয়ারীতে। তার আগে শৈত্যপ্রবাহ চলছে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিসহ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে কোল্ডডে পরিস্থিতি। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর সহ লাদাখে,  উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে। ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 

রিপোর্ট : সুব্রত রায় 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages