শাসক দলকে লাল কার্ড দেখাতে নবান্ন অভিযানের ডাক বাম ছাত্র যুব সংগঠনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শাসক দলকে লাল কার্ড দেখাতে নবান্ন অভিযানের ডাক বাম ছাত্র যুব সংগঠনের

Share This

শাসক দলকে লাল কার্ড দেখাতে নবান্ন অভিযানের ডাক বাম ছাত্র যুব সংগঠনের


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০১/২০২১ :  এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র ও যুব সংগঠনের নেতারা। আগামী মাসের ১১ তারিখে নবান্ন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে।

বর্তমান শাসক দলকে উৎখাত এবং কেন্দ্রে শাসক দলের বিরুদ্ধে নানারকম অভিযোগ তুলে আগামী মাসের ১১ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র ও যুব সংগঠন। ওই দিন বেলা ১২ টা নাগাদ কলেজ স্ট্রিট থেকে বিশাল মিছিল যাত্রা শুরু করবে। এরপর ধর্মতলায় নেতাজি মূর্তিতে মাল্যদান করে ধর্মতলা থেকে বিভিন্ন রুটে ছড়িয়ে পড়বে  বাম ছাত্র ও যুব সংগঠনগুলির মহামিছিল। এরপর সেই মিছিল এগিয়ে যাবে নবান্নের দিকে।

ওই দিন রাজ্যের শাসক দল তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। ছাত্র সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে, 'তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এবার ওদেরকে উৎখাত করার  সময় এসে গিয়েছে। তৃণমূল সরকারকে নবান্ন ছাড়া করে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি ভাল করে নবান্ন ভবন পরিস্কার করে ফেলতে চায়।' 

এর আগে ২০১৯ সালে ১২ ও ১৩ সেপ্টেম্বর বাম ছাত্র যুবরা বিভিন্ন দাবীতে মিছিল করে নবান্নের দিকে যেতে চেষ্টা করেছিল। সেবার পুলিশ এই ছাত্র যুবদের ওপর নির্যাতন  চালিয়েছিল, মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ভরেছিল বলে অভিযোগ করেছেন বাম ছাত্র যুব নেতারা। তাই এবার পুলিশকে সংযত থাকার আবেদন জানিয়েছেন বাম ছাত্র ও যুব সংগঠনের নেতারা। তাঁদের বক্তব্য গতবার শাসক দলকে আমরা হলুদ কার্ড দেখানো হয়েছিল, আর এবার একেবারে লাল কার্ড দেখাতেই রাস্তা নামছেন তাঁরা। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages