আজ খবর (বাংলা), পেট্রাপোল, পশ্চিমবঙ্গ, ১২/০১/২০২১ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের জন্মশতবর্ষ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথভাবে একটি মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে সুরক্ষা ব্যবস্থা, সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মধ্যে বন্ধুত্ব বাড়াতে, সীমান্তে অপরাধমূলক কাজ বন্ধ করতে এবং মাদক ও পশু চোরাচালান রোধে এই র্যালির উদ্যোগ।
পানীতারে ১০ই জানুয়ারি এই র্যালি শুরু হয়েছে। ৪ হাজার ৯৭ কিলোমিটার পথ অতিক্রম করে মিজোরাম সীমান্তে সিলকোরে এটি শেষ হবে। ৬৬ দিনের এই র্যালিতে ১৩ জন সাইকেল চালক পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরাম সফর করছেন।
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে বিএসএফ – এর ১৭৯ ব্যাটেলিয়ান ১১ই জানুয়ারি একটি বিশেষ অনুষ্ঠানে সাইকেল চালকদের স্বাগত জানায়। দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা ছাড়াও স্থানীয় জনগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।