দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গত ৮ মাসের তুলনায় সবচেয়ে কম - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গত ৮ মাসের তুলনায় সবচেয়ে কম

Share This

দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গত ৮ মাসের তুলনায় সবচেয়ে কম


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০১/২০২১ : বিশ্ব মহামারীর বিরুদ্ধে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। দেশে আজ দৈনিক ভিত্তিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় ২৩৭ দিন পর নতুন আক্রান্তের সংখ্যা ৯,১০২। গত চৌঠা জুন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৩০৪। 

কেন্দ্রীয় সরকারের সুস্থায়ী, সুপরিকল্পিত এবং সক্রিয় কৌশল গ্রহণের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। একইভাবে দৈনিক মৃত্যুর সংখ্যাও ক্রমশ নিম্নমুখী। দেশে ৮ মাস ৯ দিন পর গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে মৃত্যু হয়েছে ১১৭ জনের।

ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ২৬৬। একইভাবে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার কেবল ১.৬৬ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ৬ হাজার ৯১৬টি কমেছে।

ভারতে প্রতি ১০ লক্ষে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে সর্বনিম্ন (১২৮)। অন্যদিকে জার্মানী, রাশিয়া, ব্রাজিল, ইতালি, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে এই সংখ্যা তুলনায় বেশি।

ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বনিম্ন (৭৭৩৬)

দেশে সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় ২০ লক্ষ ২৩ হাজার ৮০৯ জন সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৭৬৪টি পর্বে ৪ লক্ষ ৮ হাজার ৩০৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩৬ হাজার ৩৭৮টি টিকাকরণ পর্ব আয়োজিত হয়েছে।

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

টিকা গ্রহীতা সুফলভোগীর সংখ্যা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৩৬৯

অন্ধ্রপ্রদেশ

১৫৬১২০

অরুণাচলপ্রদেশ

৭৩০৭

আসাম

১৯৮৩৭

বিহার

৮৮৪৫০

চন্ডীগড়

১৯২৮

ছত্তিশগড়

৪০০২৫

দাদরা ও নগর হাভেলী

৩৪৫

দমন ও দিউ

৩২০

১০

দিল্লী

৩৩২১৯

১১

গোয়া

১৭৯৬

১২

গুজরাট

৯১৯২৭

১৩

হরিয়ানা

১০৫৪১৯

১৪

হিমাচলপ্রদেশ

১৩৫৪৪

১৫

জম্মু ও কাশ্মীর

১৬১৭৩

১৬

ঝাড়খন্ড

১৮৪১৩

১৭

কর্ণাটক

২৩১১৭২

১৮

কেরালা

৭১৯৭৩

১৯

লাদাখ

৬৭০

২০

লাক্ষ্মাদ্বীপ

৬৭৬

২১

মধ্যপ্রদেশ

৬৭০৮৩

২২

মহারাষ্ট্র

১৩৬৯০১

২৩

মণিপুর

২৪৮৫

২৪

মেঘালয়

২৭৪৮

২৫

মিজোরাম

৪৮৫২

২৬

নাগাল্যান্ড

৩৬৭৫

২৭

ওড়িশা

১৭৭০৯০

২৮

পন্ডিচেরী

১৮১৩

২৯

পাঞ্জাব

৩৯৪১৮

৩০

রাজস্থান

১৬১১১৬

৩১

সিকিম

১০৪৭

৩২

তামিলনাড়ু

৬৯০২৭

৩৩

তেলেঙ্গানা

১৩০৩৯০

৩৪

ত্রিপুরা

১৯৬৯৮

৩৫

উত্তরপ্রদেশ

১২৩৭৬১

৩৬

উত্তরাখন্ড

১৪৫৪৬

৩৭

পশ্চিমবঙ্গ

১২২৮৫১

 

অন্যান্য 

 

৪৩৬২৫

 

মোট

২০,২৩,৮০৯

 

দেশে আজ মোট সুস্থতার সংখ্যা আরও বেড়ে হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার ৯৮৫। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৯০ শতাংশ। একইভাবে সুস্থতার সংখ্যা ও সুস্পষ্টভাবে আক্রান্তের মধ্যে ফারাক লাগাতার বেড়ে আজ দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ৬৮ হাজার ৭১৯।

দেশে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে ৮৩.৬৮ শতাংশই সুস্থ হয়েছেন ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৬০৬ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০ জন। কর্ণাটকে একদিনেই আরোগ্য লাভ করেছেন ১ হাজার ৩৬ জন।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৮১.৭৬ শতাংশই ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকে সর্বাধিক ৩ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪২। অন্যদিকে তামিলনাড়ুতে গতকাল আক্রান্ত হয়েছেন আরও ৫৪০ জন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৩.২৫ শতাংশই মারা গেছেন ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্রে সর্বাধিক ৩০ জনের মৃত্যু হয়েছে। কেরালায় মারা গেছেন ১৭ জন। অন্যদিকে ছত্তিশগড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।ভারতে প্রতি ১০ লক্ষে করোনায় মৃত্যুর সংখ্যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন (১১১)।

সৌজন্যে : পিআইবি 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages