ফের ভারত ও চীনের মধ্যে সেনা সংঘর্ষ, ঘটনাস্থল সিকিমে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের ভারত ও চীনের মধ্যে সেনা সংঘর্ষ, ঘটনাস্থল সিকিমে

Share This

ফের ভারত ও চীনের মধ্যে সেনা সংঘর্ষ, ঘটনাস্থল সিকিমে


আজ খবর (বাংলা), নাকু লা, সিকিম, ২৫/০১/২০২১ : ফের একবার ভারত ও চীনের মধ্যে সেনা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এবার ঘটনাস্থল সিকিমের নাকুলা; সিকিমে সংঘর্ষের ঘটনায় আহত দুই পক্ষেরই সেনা জওয়ানরা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে সিকিম ও চীনের মধ্যে নাকুলার কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও চীনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ লেগে গিয়েছিল। দুই পক্ষই খালি হাতে লড়াই করেছে এবং সেই লড়াইতে দুই পক্ষের সেনা জওয়ানরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু এই সংঘাতে দুই পক্ষের ঠিক কতজন জওয়ান আহত হয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যায় নি। তবে এই ঘটনায় কেউ প্রাণ হারান নি বলে জানা গিয়েছে।

গত বছর জুন মাসে ঠিক এভাবেই দুই দেশের জওয়ানরা সংঘাতে জড়িয়ে পড়েছিলেন লাদাখের গ্যালোয়ান উপত্যকায়। সেই সংঘাতে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছিলেন, উল্টোদিকে সরকারিভাবে স্বীকার না করলেও চীনের অন্তত ৫০ জন জওয়ান নিহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল।একই রকম সংঘাতের ঘটনা ফের একবার ঘটল সিকিম সীমান্তে। প্রত্যেকবার বৈঠকে বসে শান্তি আলোচনার কথা বললেও চীন কিন্তু কোনোবার তাদের কথা রাখছে না, বরং এখনো তারা ভারতীয় ভূখন্ড দখলদারির স্বপ্ন দেখে চলেছে। ভারতীয় সেনা জাওয়ানদের হাতেই বেদম মার খেয়েও তাদের  হচ্ছে না। তারা অন্যায়ভাবে ভারতীয় ভূখন্ড দখল করার অবৈধ প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এদিকে লাদাখে গতকাল দুই দেশের সেনা অফিসারদের মধ্যে উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মলডোতে।  গতকাল সকাল ১১টা  নাগাদ সেই বৈঠক শুরু হয়েছিল এবং ১৫ ঘণ্টা ধরে বৈঠক চলেছিল।গতকাল সেই বৈঠক শেষ হয়েছিল রাত্রি ২:৩০ মিনিটে। এই নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করা হয়েছে দুই দেশের উচ্চপর্যায়ের সেনা অফিসারদেরকে নিয়ে, তা সত্ত্বেও দুই দেশের সংঘাত এড়ানো যাচ্ছে না। গত বছর ৬ই নভেম্বর দুই দেশের কমান্ডারদের নিয়েও একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল ভারতের চুশূলে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages