আজ খবর (বাংলা), দেরাদুন, উত্তরাখন্ড, ২১/০১/২০২১ : সেনাবাহিনীর নকল পরিচয় পত্র নিয়ে ঘুরে বেড়ানো তিন জনকে আজ দেরাদুন থেকে গ্রেপ্তার করেছেন এসটিএফ-এর অফিসারেরা।
এসটিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, "আমাদের কাছে কিছুদিন ধরেই খবর আসছিল, কিছু লোক ইন্ডিয়ান আর্মির নকল পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেইমত আমরা তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে পড়েছি, যাদের কাছে ইন্ডিয়ান আর্মির নকল পরিচয়পত্র ছিল, সেগুলিকে আমরা বাজেয়াপ্ত করেছি এবং অপরাধী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছি।"
নকল পরিচয়পত্র নিয়ে এই ব্যক্তিরা সেনাবাহিনীতে ঢুকে তথ্য পাচার করতে পারত বা অন্য্ কোনোরকম নাশকতাও চালাতে পারত। তবে এরা সাধারণত সাধারণ মানুষকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা টাকা নিয়ে শেষপর্যন্ত অন্য কোনো দেশে পাচার করে দেওয়ার কাজ করে। তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের জেরা করা হচ্ছে। ইতিমধ্যেই তারা স্বীকার করে নিয়েছে যে তারা ১০০টিরও বেশি ইন্ডিয়ান আর্মির নকল পরিচয়পত্র বিভিন্ন দেশে পাঠিয়েছে। ওই ব্যক্তিদের হেফাজত থেকে ইন্ডিয়ান আর্মির নকল রাবার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিদের সাথে আর কারা যুক্ত আছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।