আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০১/২০২১ : খোদ রাজধানী দিল্লীতেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান উঠতেই ছুটে যেতে হল পুলিশকে। কিন্তু কাউকেই গ্রেপ্তার করা গেল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লীর তুঘলক রোড থানায় একটি ফোন আসে, যেখানে বলা হয়, কিছু লোক দিল্লীর খান মার্কেট মেট্রো স্টেশনের কাছে 'পাকিস্তান জিন্দাবাদ' বলে স্লোগান দিচ্ছে। এই খবর পেয়ে দিল্লী পুলিশ আর এতটুকুও সময় নষ্ট না করে ছুটে যায় ঘটনাস্থলে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কয়েকটি পরিবার সেখানে বেড়াতে এসেছে, তারা নেহাতই খেলাচ্ছলে হাল্কাস্বরে পাকিস্তানের নামে স্লোগান দিয়েছে। স্থানীয় মানুষ এই ঘটনা নিয়েই পুলিশকে ফোন করেছিল।
আজ সকালে কয়েকটি পরিবার দিল্লীর ইন্ডিয়া গেট এলাকায় বেড়াতে আসে। তারা ওই এলাকায় এসে কয়েকটি ই-বাইক ভাড়া করে ঘুরছিল। তখনই তারা হঠাৎ নিজেদের মধ্যে ই-বাইক নিয়ে রেষারেষি শুরু করে। একেকজন আরোহী একেকটি দেশের নাম নিয়ে নিজেদের মধ্যে রেষারেষি শুরু করেছিল। সেখানেই একটি ই-বাইকের নাম তারা দিয়েছিল পাকিস্তানের নামে। রেষারেষির সময় তারা 'পাকিস্তান জিন্দাবাদ' বলতে থাকে। বিষয়টি নেহাতই খেলাচ্ছলে ঘটেছিল বলে জানিয়েছে দিল্লী পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই পরিবারগুলির মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা ও একজন নাবালিকাকে দেখতে পায়। গোটা বিষয়টি নিয়ে আরও একটু তদন্ত করে দেখছে দিল্লীর পুলিশ। তবে কাউকে আটক করা হয় নি।