বিধায়ক পদ ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিধায়ক পদ ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Share This

বিধায়ক পদ ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়


আজ খবর (বাংলা),  কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০১/২০২১ :   এবার বিধায়ক পদ ছাড়তে বিধানসভায় এসে পৌঁছে গেলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীত্বের পর ছেড়ে দিলেন বিধায়ক পদও.

এর আগে ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী ধাপে ধাপে প্রথমে মন্ত্রীত্ব, তারপরে বিধায়ক পদ এবং শেষে তৃণমূল দল ত্যাগ   করেছিলেন, ঠিক সেভাবেই এবার শুভেন্দুর ঘনিষ্ঠ বন্ধু  রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথমে বন মন্ত্রীর পদ ত্যাগ করেছিলেন, আর আজ বিধানসভায় পৌঁছে বিধায়ক পদ ত্যাগ করলেন। 

কিছুক্ষণ আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন বিধানসভা ভবনে। রাজীব বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করতে গেলেন বিমানবাবুর সাথে। বিধানসভার অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ ত্যাগ করলেন। আগামী রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বালকে মনে করা হচ্ছে। তার আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারেন তিনি। আগামী রবিবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপিতে যোগ দিতে পারেন লক্ষীরতন শুক্লাও। তৃণমূল থেকে বহিস্কৃত বৈশালী ডালমিয়াও বিজেপিতে যোগ দেন কিনা, সেই দিকে নজর থাকবে আমাদের।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages