আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৪/০১/২০২১ : সারা দেশ জুড়ে আগামী ১৬ জানুয়ারি, প্রধানমন্ত্রী কোভিড ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন। এটি হবে দেশের সর্ববৃহৎ টিকাকরণ অভিযান। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে রাষ্ট্রপতির সচিবালয় সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পোলিও ভ্যাকসিন দেওয়ার দিন পরিবর্তিত হয়ে ৩১ জানুয়ারি হয়েছে। ওই দিন জাতীয় টিকাকরণ দিবস বা পোলিও রবিবার।
এর আগে মাননীয় রাষ্ট্রপতি ৩০ জানুয়ারি সকাল ১১ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে কয়েকটি শিশুকে পোলিও ড্রপ খাওয়াবেন।
স্বাস্থ্যমন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে করোনা মোকাবিলার ক্ষেত্রে কোভিড ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমের সঙ্গে নন-কোভিড অপরিহার্য পরিষেবা প্রদানের কোন বিরূপ প্রভাব পড়বে না।
Loading...