![]() |
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ |
আজ খবর (বাংলা), ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ, ১৪/০১/২০২১ : "ভারতীয় জনতা পার্টীর একজন বুথ সভাপতিকেও তৃণমূলে যোগ দিইয়ে দেখান", বলে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক দাবী করেছিলেন, 'বিজেপির অন্তত ৬/৭ জন সাংসদ, যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিলেন, তাঁরা ফের তৃণমূলে ফিরে আসবেন, তাঁর সাথে অনেকেই যোগাযোগ রাখছেন। এছাড়াও আরও কেউ কেউ বিজেপি থেকে তৃণমূলে আসার জন্যে প্রস্তুত রয়েছেন' বলে দাবী করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, "সাংসদ তো দূরের কথা, বিজেপির একজন সভাপতিকেও তৃণমূলে যোগ দিইয়ে দেখান জ্যোতিপ্রিয় মল্লিক। উল্টে আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন তৃণমূলের অন্তত ৫০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।"
দিলীপ ঘোষ বলেন, "জানুয়ারি মাসে একটু ঢিমেতালে চললেও, আগামী মাসেই দেখতে পাবেন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে কত নেতা যোগ দিয়েছেন। ফেব্রুয়ারি মাসেই দেখতে পাবেন, তৃণমূল ছেড়ে অন্তত ৫০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।" এর আগে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক দাবী করেছিলেন, "মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ নির্বাচনের ঠিক আগেই বিজেপি ছেড়ে ৬/৭ জন সাংসদ তৃণমূলে যোগ দেবেন। যে সব বিধাকয়েকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা ফের তৃণমূলে ফিরে আসবেন। যেমন বাঁকুড়ার বিধায়ক তুষারবাবু ফিরে এসেছেন পুরোন দল তৃণমূলে।"
২০২১ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যের রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। আর ততটাই সরগরম বাক্যালাপ শুনতে পাওয়া যাচ্ছে নেতা নেত্রীদের গলায়। কিন্তু শেষমেশ কি হয়, কার দিকে পাল্লা ভারী হয়ে ওঠে সেই দিকে নজর থাকবে আমাদের।