ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ-বিজিবির মৈত্রী সাইকেল ৱ্যালি আন্তর্জাতিক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ-বিজিবির মৈত্রী সাইকেল ৱ্যালি আন্তর্জাতিক

Share This

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ-বিজিবির মৈত্রী সাইকেল ৱ্যালি

মৈত্রী রেলির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী এবং বাংলাদেশের খুলনা সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার


আজ খবর (বাংলা), বসিরহাট, পশ্চিমবঙ্গ, ১১/০১/২০২১ : বঙ্গবন্ধু মুজিবুর রহমানের  ১০১ তম জন্মশত বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের কাছে ঘোজাডাঙার পানিতরে রবিবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি-র আয়োজন করা হয়। 

বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এবং  বর্ডার গার্ডস অফ বাংলাদেশ বিজিবি'র যৌথ উদ্যোগে আয়োজিত এই সাইকেল রেলির'র উদ্বোধন করেন ভারতের প্রাক্তন সেনা প্রধান জেনারেল শংকর রায়চৌধুরী। অনুষ্ঠানে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি অশ্বিনীকুমার সিং সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।  বাংলাদেশের পক্ষ থেকে  ছিলেন খুলনার সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার এবং বিজিবি'র অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

ৱ্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানরা 

এই সাইকেল রেলি পশ্চিমবঙ্গের পানিতর সীমান্ত থেকে মিজোরামে সিলকোর পর্যন্ত ৪ হাজার ৯৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী জানান, ভারতের প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ডাক দিয়েছেন। তার একটা অঙ্গ সাইকেল রেলি। অন্যদিকে এই মৈত্রী রেলি'র ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages