কেরালার মুখ থেকে জয় ছিনিয়ে আনল এটিকে মোহনবাগান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কেরালার মুখ থেকে জয় ছিনিয়ে আনল এটিকে মোহনবাগান

Share This

কেরালার মুখ থেকে জয় ছিনিয়ে আনল এটিকে মোহনবাগান


আজ খবর (বাংলা), গোয়া, ভারত, ৩১/০১/২০২১ :  অসাধারন ফুটবল খেলে কেরালা ব্লাস্টার্সের মুখ থেকে জয় ছিনিয়ে আনল এটিকে মোহনবাগান। খেলার ফলাফল ছিল ৩-২; 

আজ প্রথম দিকে ম্যাচের রাশ নিজেদের হেফাজতেই রেখে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড়রা। বল পজেশন ছিল ৬৫ % কেরালার  নিয়ন্ত্রণে। খেলার প্রথম দিকে এটিকে মোহনবাগানের ডিফেন্স যেন বেশ কিছুটা নড়বড়ে লাগছিল।  তার মধ্যেই এক অসামান্য  গোল  করে বসেন কেরালার হুপার। অত্যন্ত বিশ্বমানের সেই গোল যেন বার বার দেখতে ইচ্ছে করে। হুপারের নিখুঁত দূরন্ত ভলি এটিকে মোহনবাগানের সুদক্ষ গোলকিপার অরিন্দমকে পরাজিত করে গোলের জালে জড়িয়ে যায়। খেলার মাত্র ১৪ মিনিটের মাথায় হুপারের সেই দৃষ্টিনন্দন গোল যেন সত্যিই বাগান খেলোয়াড়দের মনে হতাশা এনে দিয়েছিল।

কেরালার হয়ে দ্বিতীয় গোলটি পেয়ে যান কোস্টা। এখানেও বাগান খেলোয়াড়দের রক্ষণভাগের দুর্বলতা ধরা পরে যায়। ২-০ গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। এই সময় রীতিমত বিধ্বস্ত লাগছিল এটিকে মোহনবাগানের খেলোয়াড়দের। কোচ হাবাসের কোনো স্ট্র্যাটেজিই যেন কোনো কাজ করছিল না।  দ্বিতীয় অর্ধে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা নতুন উদ্যমে খেলা শুরু করে ফল পেয়ে যান হাতেনাতে।  এটিকে মোহনবাগানের হয়ে ৫৯ মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়ে যান মার্সিলিনহো। স্কোর হয় ২-১; এই গোলটি পেয়ে গিয়ে যেন অতিরিক্ত অক্সিজেন পেয়ে যান এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা। 

এরপর একটি পেনাল্টিও পেয়ে যায় সবুজ মেরুন।  নিখুঁত জোরালো শটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান রয় কৃষ্না। খেলা তখন প্রায় শেষের দিকে, কেরালার পেনাল্টি বক্সের কাছেই হঠাৎ একটি আলগা বল পেয়ে যান রয় কৃষ্ণা। হঠাৎ পেয়ে যাওয়া সেই বল হালকা ড্রিবল করে নিয়ন্ত্রণে এনে  বিপক্ষের জালে জড়িয়ে দিতে একটুও ভুল করেন নি তিনি। গোলটি করে আনন্দে জার্সি খুলে ফেলেন রয় কৃষ্না,  যার জন্যে তাঁকে হলুদ কার্ডও দেখতে হয়েছে। খেলার প্রায় শেষ লগ্নে এসে স্কোর হয় ৩-২; 

উপভোগ্য পাঁচ পাঁচটি গোল আজ তাড়িয়ে তাড়িয়ে দেখলেন ফুটবল প্রেমী মানুষ, অবশ্যই টিভির পর্দায়। তবে খেলার শেষ লগ্নে এসে দুই পক্ষই  ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় রেফারিকে হলুদ কার্ড দেখাতে হয় দু পক্ষের মোট ৪ জন খেলোয়াড়কে; তবে ম্যাচের শেষে আজ  ৩-২ গোলে ম্যাচ জিতে এটিকে মোহনবাগান ৩ পয়েন্ট ঘরে তুলল আর সেই সাথে ২৭ পয়েন্ট পেয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানেই রয়ে গেল সবুজ মেরুন দল। ম্যান অফ দ্য  ম্যাচ হয়েছেন রয় কৃষ্ণা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages