COVID 19 এর পর এবার নতুন ভাইরাস চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


COVID 19 এর পর এবার নতুন ভাইরাস চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে

Share This

COVID 19 এর পর এবার নতুন ভাইরাস চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে


আজ খবর (বাংলা), জোহেন্সবার্গ, দক্ষিণ আফ্রিকা, ২২/১২/২০২০ :  করোনা ভাইরাসের নতুন শ্রেণী বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে। এই ভাইরাস দুনিয়া জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

নতুন ধরনের আরও এক করোনা ভাইরাসের শ্রেণী বিশ্বের কয়েকটি দেশে আক্রমন চালাতে শুরু করেছে। করোনা ভাইরাসের এই শ্রেণী আরও ভয়ঙ্কর এবং তা এখনকার করোনা ভাইরাসের চেয়ে ৭০% দ্রুত শরীরে  ছড়িয়ে যায় বলে জানতে পারা গিয়েছে। করোনা ভাইরাসের এই নতুন শ্রেণী বিশ্বে আরও বেশিরকম তাণ্ডব চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এই নতুন ভাইরাসের আক্রমনে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা এই নতুন ভাইরাসের মারণ ক্ষমতা অনেক বেশি।

ইতিমধ্যেই নতুন এই ভাইরাস ব্রিটেন, ইতালি সহ ইউরোপের কিছু দেশে ছড়াতে শুরু করেছে, যার ফলে অন্যান্য দেশগুলি বিভিন্নরকম সাবধানতা অবলম্বন করতে শুরু করেছে। অনেকগুলি দেশ ব্রিটেনের সাথে সরাসরি উড়ান বাতিল করেছে। ভারতও ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত ইউকে'র সাথে সরাসরি উড়ান নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারত ছাড়াও অন্যান্য বেশ কিছু দেশ একইরকম ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতেও এই ধরনের নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানতে পারা গিয়েছে। ইতিমধ্যেই অন্তত ৫টি দেশ দক্ষিণ আফ্রিকার সাথে সরাসরি উড়ান বন্ধ রেখেছে। সেই দেশগুলি হল জার্মানি, টার্কি, সুইজারল্যান্ড, ইজরায়েল ও সৌদি আরব। এই নতুন ভাইরাসের সাথে লড়াই করতে দক্ষিণ আফ্রিকা সরকার সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই ভাইরাসের সাথে লড়াই করার জন্যে প্রত্যেকটি দেশকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে ভারত ও চীনের মত দেশকে, যেখানে জনসংখ্যা অনেক বেশি। ভারতে ইতিমধ্যেই এক কোটিরও  বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া SARS-COV2 ভাইরাসের আপাতত নামকরণ করা হয়েছে 501.V2; এখনো COVID-19 এর ভ্যাকসিন সেভাবে পেতে শুরু করেনি গোটা বিশ্ব। সেই আক্রমন শেষ হতে না হতেই ফের নতুন এক ভাইরাস আরও কঠিন লড়াইয়ে ফেলে দিল বিশ্ববাসীকে। তামাম দুনিয়ার গবেষকরা এই নতুন ভাইরাসের চরিত্র, শক্তি ও ক্ষমতার প্রতি নজর রেখে চলেছে। শীঘ্রই প্রত্যেকটি দেশ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে শুরু করবে, আর সেটা করতে দেরি হয়ে গেলে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে বিশ্ব জুড়ে।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages