![]() |
শান্তিনিকেতনে অমিত শাহ, সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়, লকেট চ্যাটার্জি ও অন্যান্যরা |
আজ খবর (বাংলা), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ, ২০/১২/২০২০ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছে গিয়েছেন বোলপুরে।
বোলপুর পৌঁছে প্রথমেই তিনি পৌঁছে যান কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। কবিগুরুর শান্তিনিকেতনে এসে অমিত শাহ বিশ্বভারতী চত্বর ঘুরে ঘুরে দেখতে থাকেন। তিনি উপাসনা ভবন, সঙ্গীত ভবন, উত্তরায়ণ (কবিগুরুর বাসভবন) একে একে সবকিছু ঘুরে দেখেন। শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতের মূর্ছনায় তিনি আপ্লুত হয়ে ওঠেন। এরপর তিনি চলে যান বাংলাদেশ ভবনে। সেখানে "সংগচ্ছাধং সংবদাধ্যং সাংবোমনাংসি জানতাম ...." সামবেদ গানের পবিত্র ধ্বনি নিশ্চল করে দেয় সমবেত সকলকেই। অমিত শাহকে একটি চাদর দিয়ে সন্মান জানানো হয়.
এরপর বোলপুরে এক বাউল শিলিপির বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ তারপর চৌরাস্তা পর্যন্ত একটি শোভা যাত্রা করার কথা আছে তাঁর। হনুমান মন্দিরেও যাবেন তিনি। আজ সাংবাদিক বৈঠক করার কথাও আছে অমিত শাহের। বোলপুরের মানুষও প্রস্তুত হয়ে রয়েছেন অমিত শাহকে স্বাগত জানাতে। শোভাযাত্রায় অংশগ্রহণ করতে ইতিমধ্যেই বহু মানুষের ভীড় দেখতে পাওয়া যাচ্ছে।