আজ খবর (বাংলা), বারামুলা, জম্মু ও কাশ্মীর, ২৪/১২/২০২০ : আজ সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের বারামুলায় জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে বলে জানতে পারা গিয়েছে।
গোপন সূত্রে খাবার পেয়ে নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার ওয়ানিগাম পায়িন ক্রীড়ি অঞ্চলে তল্লাশি চালাতে যায়। সেখানেই তল্লাশি চালানোর সময় হঠাৎ করে জঙ্গীরা গুলি চালাতে শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পজিশন নিয়ে নেয়। প্রথমে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জঙ্গীদের আত্মসমর্পন করতে বললে তার জবাবে জঙ্গীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। বাধ্য হয়ে নিরাপত্তা বাহিনীকেও গুলি চালাতে হয়।
এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এনকাউন্টার এখনো চলছে.। দুই পক্ষই গুলি চালিয়ে যাচ্ছে।. এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।