অটলজি দেশকে উন্নয়ন শীর্ষে নিয়ে গিয়েছিলেন : মোদী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অটলজি দেশকে উন্নয়ন শীর্ষে নিয়ে গিয়েছিলেন : মোদী

Share This


অটলজি দেশকে উন্নয়ন শীর্ষে নিয়ে গিয়েছিলেন : মোদী


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৫/১২/২০২০ : আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৬তম  জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে আজ তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন কলরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। 

দিল্লীর সদৈব অটল সমাধিতে গিয়ে প্রধানমন্ত্রী ছাড়াও বাজপেয়িকে শ্রদ্ধা নিবেদন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্দ্ধন। 

অটলবিহারী বাজপেয়ির জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিবসে আমার শ্রদ্ধাঞ্জলি রইল। অটলজি দেশকে চূড়ান্ত উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। দেশ তাঁকে চিরকাল মনে রাখবে।" 

আজ সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী একটি বই প্রকাশ করবেন। সেই বইটির নাম হল Atal Bihari Vajpayee in Parliament : A Commemorative Volume. অটল বিহারি বাজপেয়ির ব্যক্তিগত জীবন, নাতাঁর কর্মজীবন , সংসদে রাখা তাঁর বক্তব্য ইত্যাদি নিয়ে এই বইটি প্রকাশনা করেছে লোকসভা সেক্রেটারিয়েট। বইটিতে থাকবে বাজপেয়ির জীবনের বেশ কিছু বিরল ছবি। আজকের দিনটি Good Governance Day হিসেবেও পালিত হচ্ছে। এই উপলক্ষে সংসদ  ভবনে আজ একটি ছোট অনুষ্ঠান হওয়ার কথাও আছে।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages