উত্তরবঙ্গে জোড়া বনধ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে রাস্তায় অশোক ভট্টাচার্য্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরবঙ্গে জোড়া বনধ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে রাস্তায় অশোক ভট্টাচার্য্য

Share This


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ০৮/১২/২০২০ :   বনধের জেরে রাস্তাঘাট ফাঁকা থাকলেও আজ শিলিগুড়ি শহরের মন খারাপ। আন্দোলন করতে গিয়ে গতকাল এই শহরেই এক রাজনৈতিক কর্মীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। মধ্যবয়সী ওই ব্যক্তি ছিলেন উত্তরবঙ্গেরই বাসিন্দা। 

আজ উত্তরবঙ্গে জোড়া বনধ। প্রথমত, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের ডাকা ভারত বনধ  পালিত হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে, আবার গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশের সাথে খন্ডযুদ্ধে লিপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন গজলডোবার বাসিন্দা উলেন রায়। তাঁর মৃত্যুর প্রতিবাদে আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি। সেক্ষেত্রে উত্তরবঙ্গে আজ জোড়া বনধ  পালিত হচ্ছে।

কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং বামদলগুলি। বনধের  ইস্যুগুলিকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা আন্দোলনে যোগ দিয়েছেন। এদিকে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির সমর্থকেরা বনধ  সফল করার জন্যে কর্মসূচি পালন করছেন।

ব্যবসা ও পর্যটনকেন্দ্রীক শিলিগুড়ি শহরের রূপ আজ অন্যরকম। পাহাড় থেকে হিমেল বাতাস এসে শিলিগুড়ির জনজীবনকে কাঁপুনি ধরিয়ে দিলেও ঝকঝকে রোদ কিছুটা উত্তাপ দিয়ে গিয়েছে। উত্তরের আকাশে আজ সকালে কিছুক্ষণের জন্যে হলেও দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজ যেন কারোর কোনো ব্যস্ততা নেই শিলিগুড়ি শহরে। একটা ছুটি ছুটি ভাব। এই পরিস্থিতিতে আজ শিলিগুড়ির রাস্তায় ক্রিকেট খেলতে ব্যাট হাতে নেমে পড়েছেন শিলিগুড়ির বিধায়ক বাম নেতা অশোক ভট্টাচার্য্য। রাস্তা আটকে খেলাও হল আবার শীতের সকালে একটু  গা গরম করে নেওয়াও হল। (দেখুন ভিডিও)

ভিডিও সৌজন্যে : ভাস্কর বাগচী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages