ভারত ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিল টি ২০ সিরিজে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিল টি ২০ সিরিজে

Share This

ভারত ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিল টি ২০ সিরিজে
ছক্কা হাঁকাচ্ছেন বিরাট কোহলি 


আজ খবর (বাংলা), সিডনি, অস্ট্রেলিয়া, ০৬/১২/২০২০ :  ওয়ানডে সিরিজ হারতে হয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজ  ছিনিয়ে নিল  টম ইন্ডিয়া। ভারত ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিল টি ২০ সিরিজে। 

আজ সিডনিতে দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট  করতে পাঠায় ভারত। ব্যাট হাতে ২০ ওভারের খেলায় যথেষ্ট ভাল রান করে অস্ট্রেলিয়া। তারা মোট ৫ উইকেটে ১৯৪ তোলে। অধিনায়ক ম্যাথু ওয়েড ৩২ বলে ৫৮ রান, ডিআরসি  শর্ট ৯ বলে ৯ রান, স্মিথ ৩৮ বলে ৪৬ রান, ম্যাক্সওয়েল ১৩ বলে ২২ রান, হেনরিকে ১৮ বলে ২৬ রান, মার্কাস স্টইনিস্ ৭ বলে ১৬ রান এবং ড্যানিয়েল স্যামস  ৩ বলে ৮ রান তোলেন।

ভারতীয় বোলাদের মধ্যে নটরাজন আজ ৪ ওভারে ২ উইকেট নিয়েছেন, রান দিয়েছেন ২০; এছাড়া যজুবেন্দ্র  চাহল  এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর এবং দীপক চাহার কোনো উইকেট পান নি।

পাহাড় প্রমাণ রান তারা করতে এরপর ভারতীয় ব্যাটসম্যানরা খেলতে নামেন। ভারতীয়দের মধ্যে  কে এল রাহুল ২২ বলে ৩০ রান, শিখর ধাওয়ান ৩২ বলে ৫২ রান, বিরাট কোহলি ২৪ বলে ৪০ রান, সঞ্জু স্যামসন ১০ বলে ১৫ রান, হার্দিক পাণ্ড্যিয়া ২২ বলে ৪২ রান এবং শ্রেয়স আয়ার  ৫ বলে ১২ রান তোলেন। শেষ ২ বল বাকি থাকতেই ভারতের স্কোর হয় ৪ উইকেটে ১৯৫; 

অস্ট্রেলীয়  বোলারদের মধ্যে ড্যানিয়েল স্যামস, এন্ড্রু টাই, মিচেল সোয়েপসন এবং এডাম জাগপা ১টি করে উইকেট পেয়েছেন। শেষ ১২ বলেও ২২ রান বাকি ছিল ভারতের। পাল্লা ছিল অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে। কিন্তু হার্দিক পাণ্ড্যিয়া সেই মুহূর্তে জ্বলে ওঠেন। শেষ ১২ রান আসে শেষ ওভারে হার্দিকের হাঁকানো  দুটো অসাধারন ছক্কা থেকে। আরও একটা টি ২০ ম্যাচ বাকি থেকে  গেল, কিন্তু তার আগেই টি২০ সিরিজ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages