আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩১/১২/২০২০ : পশ্চিমবঙ্গে কয়লা পাচার এবং গরুপাচার নিয়ে নিজেদের তদন্তের প্রক্রিয়া আরও জোরালো করছে সিবিআই। আজ কলকাতার ব্যবসায়ী বিনয় মিশ্রের কলকাতার তিনটি বাড়িতে সিবিআই হানা দিল। যদিও বিনয় মিশ্রের কোথাও কোনো হদিশ পাওয়া যায় নি।.
![]() |
বিনয় মিশ্র |
বিনয় মিশ্র একজন ব্যবসায়ী। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও থাকেন কলকাতায়। কলকাতার রাসবিহারী এবং চেতলা অঞ্চলে তাঁর বাড়ি রয়েছে, এছাড়া লেক টাউনের একটি বাড়িতে দোতলায় এবং ৫ তলায় তাঁর দুটি ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকটি জায়গায় আজ তল্লাশি চালিয়েছে সিবিআই। সিবিআই-এর তল্লাশির সময় সিবিআই আধিকারিকদের সাথে ছিলেন সিআরপিএফ জওয়ানরা।
বিনয় মিশ্র একজন ব্যবসায়ী হলেও তিনি রাজনীতির একজন প্রতিষ্ঠিত নেতা। তিনি তৃণমূল যুবার সাধারণ সমপাদক। তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে। বিনয় মিশ্র কয়লা এবং গরু পাচারের সাথে যুক্ত ছিলেন এই অভিযোগে আজ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। বিনয় মিশ্রের বাড়িতে আজ সিবিআই একটি তলবের নোটিশ দিয়ে এসেছে। আগামী ৪ তারিখে বিনয়কে সিবিআই অফিসে দেখা করতে বলা হয়েছে। বিনয় সম্ভবত রাজ্যের বাইরে আছেন বুঝতে পেরে তাঁর বিরুদ্ধে সিবিআই লুক আউট নোটিশ জারি করেছে, যাতে তিনি কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে না পারেন।